তীর্থঙ্কর দাস: আজকাল ডট ইন- এর শারদ সম্মান ২০২৩ সালের বিজয়ীরা হল সুরুচি সংঘ, বেহালা বুড়ো শিবতলা জনকল্যাণ সংঘ, লালাবাগান নবাঙ্কুর, চোরবাগান সর্বজনীন এবং দক্ষিণদাড়ি ইউথ। 'সেরার সেরা পুজো'র শিরোপা পেল সুরুচি সংঘ। 'সেরা প্রতিমা পেল' চোরবাগান সর্বজনীন। পরিবেশবান্ধব পুজোর শিরোপা উঠল 'বেহালা বুড়ো শিবতলা জনকল্যাণ সংঘ'-এর হাতে। সেরা আলোকসজ্জায় সেরা 'লালাবাগান নবাঙ্কুর'। সেরা মণ্ডপের শিরোপা উঠল ' দক্ষিণদাড়ি ইউথ'-এর হাতে। প্রতি বছরের মতো এবছরও আজকাল ডট ইন শারদ সম্মানের আয়োজন করেছিল। কলকাতা শহরের একশোরও বেশি মণ্ডপ এই শারদ সম্মানে অংশগ্রহণ করে। মানুষের হাতে ছিল সেরার সেরা বাছাই করার সুযোগ এবং তাঁদের বিচারে এই পাঁচ পুজো এবছর হয়ে গেল সেরার সেরা ।
