সংবাদসংস্থা মুম্বই: গত বছর বলিপাড়ায় কানাঘুষো চলছিল, বিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। তবে নিজেরাই সেই জল্পনায় জল ঢেলেছেন।অনুরাগীদের ধারণা, আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে থেকেই ফের ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছেন অভিষেক-ঐশ্বর্য। 

 


তবে এই নিয়ে কোনও প্রতিক্রিয়াই দেননি তাঁরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছেন, কন্যা আরাধ্যার বড় প্রভাব রয়েছে তাঁর জীবনে। এমনকী কাজের জগতেও মেয়ের বড় প্রভাব রয়েছে।

 

 

সম্প্রতি 'বি হ্যাপি' নামে একটি ছবিতে অভিনয় করেছেন অভিষেক। এই ছবিতে একজন একা বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। মেয়ের সঙ্গে বাবার সমীকরণ তুলে ধরা হয়েছে ছবিতে। এখানেই আরাধ্যার সঙ্গে তাঁর সম্পর্ক বড় ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন অভিষেক। 

 

 


সম্প্রতি, এক সাক্ষাৎকারে অভিষেক জানান, বাবা হওয়ার পর তাঁর দৃষ্টিভঙ্গিতে বদল এসেছে। অভিষেকের কথায়, "অতিরিক্ত যৌনতাপূর্ণ দৃশ্যে কাজ করি না। অস্বস্তি হয়, মনে হয় এটা আমার জন্য ঠিক না। এমন ছবিই বেছে নিই, যে ছবি আরাধ্যার সঙ্গে বসে দেখতে পারব। কোনও দৃশ্যই আমাদের অস্বস্তিতে ফেলবে না।"

 

 

প্রসঙ্গত, ১৪ মার্চ 'অ্যামাজন প্রাইম'-এ মুক্তি পেয়েছে রেমো ডি'সুজা পরিচালিত ছবি 'বি হ্যাপি'। এই ছবিতে অভিষেকের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ইনায়ত বর্মা। 'লুডো'-তেও অভিষেকের মেয়ের চরিত্রে অভিনয় করেছিল ইনায়ত। এছাড়াও এই ছবিতেও রয়েছেন নোরা ফতেহি, হারলিন শেঠি, জনি লিভারও।