আজকাল ওয়েবডেস্ক: জলপাইগুড়িতে নিজের ফ্ল্যাটের সামনেই প্রাথমিক শিক্ষকের রহস্যমৃত্যু। জানা গেছে কোচবিহারের জামালদহের বাসিন্দা গুঞ্জন সরকার স্ত্রী ও সন্তানকে নিয়ে জলপাইগুড়িতে সুহৃদ লেনে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। সোমবার সকাল সাড়ে ছয়টা নাগাদ ফ্ল্যাটের পাশের রাস্তায় তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। মাথার পিছনে ছিল আঘাতের চিহ্ন। ঘটনার কথা জানতেই শিক্ষকের স্ত্রী তাঁর স্বামীকে নিয়ে স্থানীয় হাসপাতালে যান। কিন্তু ততক্ষণে ওই প্রাথমিক শিক্ষকের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, বাজারে অনেক দেনা হয়ে গিয়েছিল গুঞ্জনের। যা শোধ করতে হিমশিম খাচ্ছিলেন তিনি। তার জেরেই তিনি আত্মঘাতী হলেন কিনা খতিয়ে দেখছে পুলিশ। অন্য কারণও খতিয়ে দেখা হচ্ছে।
