নিজস্ব সংবাদদাতা: চুপিসারে বিয়ে করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রবি সাউ। পাত্রী অনেকেরই চেনা, অভিনেতা আদৃত রায়ের প্রাক্তন প্রেমিকা সুপ্রিয়া মণ্ডল। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন সুপ্রিয়া। বিয়েতে হাজির ছিলেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তীও।

 


প্রেম বা বিয়ের কথা কাউকে টের পেতে দেননি রবি সাউ। সমাজমাধ্যমে হঠাৎই ভাগ করে নেন নিজের বিয়ের ছবি। অভিনেতা আদৃত রায়ের দীর্ঘদিনের প্রাক্তন প্রেমিকা সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে জীবনে নতুন অধ্যায় শুরু করলেন রবি। 

 

 

প্রসঙ্গত, আদৃতের সঙ্গে বিচ্ছেদের পর বিয়ে করেছিলেন সুপ্রিয়া। সেই বিয়েতেও উপস্থিত ছিলেন অনামিকা চক্রবর্তী। সুপ্রিয়ার দ্বিতীয় বিয়েতেও দেখা গেল অভিনেত্রীকে। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই' চলাকালীন শুটিং ফ্লোরে প্রায়ই দেখা যেত সুপ্রিয়াকে। শোনা গিয়েছিল আদৃত এবং সুপ্রিয়ার বিয়ের কথাও। টলিপাড়ার কানাঘুষো, কৌশাম্বীর সঙ্গে প্রেমের কারণে বিচ্ছেদ হয় আদৃতের। সেই সময় অবশ্য নিজেদের প্রেমের কথা কিছুতেই মেনে নেননি আদৃত। বিচ্ছেদের পরই জীবনের নতুন অধ্যায় শুরু করেন সুপ্রিয়া। তবে সেই বিবাহ বিচ্ছেদের পর অভিনেতা রবি সাউ এর সঙ্গে চার হাত এক করলেন তিনি।

 

 

যদিও অনামিকা ছাড়া এই বিয়েতে টলিউডের তেমন কেউ উপস্থিত ছিলেন না। আসলে সুপ্রিয়ার খুব কাছের বন্ধু অনামিকা, তাই এই বিশেষ দিনে হাজির ছিলেন তিনি। ইন্ডাস্ট্রির কাউকেই নিজের প্রেমের কথা জানতে দেননি রবি সাউ। সান বাংলার 'ফাগুনের মোহনা' ধারাবাহিকে একসঙ্গে কাজ করেন রবি সাউ এবং অনামিকা চক্রবর্তী।