আজকাল ওয়েবডেস্ক: প্রায় বছর দেড়েক পর বড়পর্দায় ফিরছেন সলমন খান। চলতি মাসেই মুক্তি পাওয়ার কথা 'ভাইজান'-এর আগামী ছবি ‘সিকান্দর’-এর।
'সিকান্দর' এখনও মুক্তি পায়নি। কিন্তু সলমনের সেই ছবির নাম নিয়ে অনুপ্রাণিত স্বয়ং আইসিসিও।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পরে 'হিটম্যান'-এর নতুন নাম দিল আইসিসি হিন্দি। সোশ্যাল মিডিয়ায় রোহিতের অ্যানিমেটেড ছবি শেযার করে লিখেছে, 'ভারত কা সিকন্দর'।
দিনকয়েক আগেও রোহিত শর্মাকে নিয়ে তীব্র সমালোচনা হচ্ছিল। শোনা যাচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই ওয়ানডে থেকে সরে দাঁড়াবেন রোহিত। কিন্তু ফাইনালের পরে স্বয়ং ভারত অধিনায়ক জানিয়ে দেন, যেরকম চলছি, সেরকমই চলবে। কোনও ভবিষ্যৎ পরিকল্পনা নেই। আমি আর বিরাট কোহলি অবসর নিচ্ছি না। আর কোনও জল্পনা নয়।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by ICC Hindi (@icchindiofficial)
ফাইনালে রোহিত শর্মা বিধ্বংসী ব্যাটিং করেন। ৭৬ রানে তিনি ফিরে যান। ফাইনালের আগে কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর 'হিটম্যান'-এর মারাত্মক আগ্রাসী ব্যাটিংয়ের সমালোচনা করছিলেন। কিন্তু ভারত অধিনায়ক ব্যাটিংয়ের ধরন বদলাননি। ফাইনালে শুরু থেকে পালটা আক্রমণের রাস্তা নেন।
রাচীন রবীন্দ্রর ঘূর্ণিতে ঠকে গিয়ে ফেরেন রোহিত। একটা টুর্নামেন্ট জেতার ফলে ভারত অধিনায়ককে নিয়ে মানুষের চিন্তাভাবনা বদলে গিয়েছে। আইসিসি-র দেওয়া নতুন নাম 'ভারত কা সিকান্দর' ইতিমধ্যেই সমাদৃত হয়েছে। কেউ লিখেছেন, ''ভারতীয় ক্রিকেটের সত্যিকারের সিকান্দর রোহিত শর্মা।'' সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা আবার রোহিতের পরিসংখ্যান তুলে ধরেছেন।