আজকাল ওয়েবডেস্ক: প্রায় বছর দেড়েক পর বড়পর্দায় ফিরছেন সলমন খান। চলতি মাসেই মুক্তি পাওয়ার কথা 'ভাইজান'-এর আগামী ছবি ‘সিকান্দর’-এর। 

'সিকান্দর' এখনও মুক্তি পায়নি। কিন্তু সলমনের সেই ছবির নাম নিয়ে অনুপ্রাণিত স্বয়ং আইসিসিও। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পরে 'হিটম্যান'-এর নতুন নাম দিল আইসিসি হিন্দি। সোশ্যাল মিডিয়ায় রোহিতের অ্যানিমেটেড ছবি শেযার করে লিখেছে, 'ভারত কা সিকন্দর'। 

দিনকয়েক আগেও রোহিত শর্মাকে নিয়ে তীব্র সমালোচনা হচ্ছিল। শোনা যাচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই ওয়ানডে থেকে সরে দাঁড়াবেন রোহিত। কিন্তু ফাইনালের পরে স্বয়ং ভারত অধিনায়ক জানিয়ে দেন, যেরকম চলছি, সেরকমই চলবে। কোনও ভবিষ্যৎ পরিকল্পনা নেই। আমি আর বিরাট কোহলি অবসর নিচ্ছি না। আর কোনও জল্পনা নয়। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by ICC Hindi (@icchindiofficial)