আজকাল ওয়েবডেস্ক: এক বছরের শিশু। সেই একরত্তির মর্মান্তিক পরিণতি জানলে চোখে জল আসবে। ওই এক রত্তির নাম সুরেন্দর। সন্তোষ নগর কলোনির একটি অ্যাপার্টমেন্টে থাকত তারা। সেখানেই ঘটেছে ভয়াবহ ঘটনা।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, সন্তোষ নগর কলোনির ওই অ্যাপার্টমেন্টেএ লিফটে আটকে পড়ে মৃত্যু হয়েছে এক রত্তির।
সুরেন্দরের বাবা একটি হোস্টেলের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন। কুতুব শাহি মসজিদের কাছে মুস্তাফা অ্যাপার্টমেন্টে সুরেন্দর থাকত বাবা-মায়ের সঙ্গে। জানা গিয়েছে, লই শিশু আচমকা লিফটে আটকে পড়ে। কিন্তু কীভাবে ঘটে গেল এই মর্মান্তিক পরিণতি, তা বিস্তারিত জানা যায়নি এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত।
দিন কয়েক আগেই লিফট বিভ্রাটে প্রাণ হারান ৫৯ বছরের এক উর্দ্ধতন পুলিশ কর্তা। তিনি জানতেনই না লিফট বিকল। সেই অবস্থায় উঠে পড়েন। কিছুক্ষণেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।
