আজকাল ওয়েবডেস্ক: পুজোর কার্নিভ্যালে যারা যাবেন তাঁদের জন্য সুখবর। ওইদিন মধ্যরাত পর্যন্ত চালানো হবে মেট্রো। শুক্রবার কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে এখবর। কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'রাজ্য সরকারের তরফে এবিষয়ে আমাদের অনুরোধ জানানো হয়েছে। সেকারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ২৭ অক্টোবর শুক্রবার রেড রোডে পুজো কার্নিভ্যালের জন্য নর্থ-সাউথ মেট্রোপথে মধ্যরাত পর্যন্ত ট্রেন চালানো হবে।' মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের দায়িত্ব নেওয়ার পর মমতা ব্যানার্জি চালু করেছেন এই পুজো কার্নিভ্যাল। কলকাতা ও শহরতলীর পুজো কমিটিগুলি এই কার্নিভ্যালে যোগ দেয়। শহরের বড় পুজোগুলির ট্যাবলো এসে মিলিত হয় এক জায়গায়। জাঁকজমকে ভরা এই কার্নিভ্যালের স্বাদ নিতে এরাজ্য ছাড়াও বাইরের রাজ্য এবং বিদেশীরাও ভিড় জমান। আগামী ২৪ অক্টোবর দশমী। যে পুজো কমিটিগুলি কার্নিভ্যালে ডাক পাবে তারা দশমীতে প্রতিমা বিসর্জন দেবে না। প্রতিমাসহ শোভাযাত্রা করে হাজির হবে কার্নিভ্যালে। ওইদিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ ট্রেনটি ছাড়বে রাত ১০টা ৫৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ ট্রেনটি ছাড়বে রাত ১১টায়। দমদম থেকে কবি সুভাষগামী শেষ ট্রেনটি ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে এবং কবি সুভাষ থেকে দমদমের দিকে শেষ ট্রেন রওনা দেবে রাত রাত ১১টা ১০ মিনিটে।