আজকাল ওয়েবডেস্ক: শনিবার বিহারের গোপালগঞ্জ জেলায় গুলি করে হত্যা করা হল এক পুরোহিতকে। গত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন মনোজ কুমার নামে ওই পুরোহিত। জানা গিয়েছে অত্যন্ত নৃশংস ভাবে তাঁকে হত্যা করা হয়েছে। গত ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। বাড়ি থেকে মন্দিরে যাওয়ার সময় তিনি নিখোঁজ হন।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। সংঘর্ষ বাঁধে পুলিশের সঙ্গে। এদিন জঙ্গলের মধ্যে মৃতদেহ খুঁজে পায় পুলিশ। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশ ভ্যানে। বেশ কিছুক্ষনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। সংঘর্ষ বাঁধে পুলিশের সঙ্গে। এদিন জঙ্গলের মধ্যে মৃতদেহ খুঁজে পায় পুলিশ। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশ ভ্যানে। বেশ কিছুক্ষনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
