শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৯ মার্চ ২০২৫ ১০ : ৪৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলায় বড় ধাক্কা খেল কংগ্রেস। শনিবার আন্তর্জাতিক নারী দিবসের সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে এক অনুষ্ঠানে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বড়ঞার দু'বারের বিধায়ক প্রতিমা রজক।
এদিন এক অনুষ্ঠানে প্রতিমা রজকের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন শাসক দলের বহরমপুর -মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাসক দলের বড়ঞা বিধানসভা কেন্দ্রের একাধিক তৃণমূল নেতা। যদিও প্রাক্তন কংগ্রেস বিধায়কের তৃণমূলে যোগদান অনুষ্ঠানে উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত ছিলেন বড়ঞার বর্তমান তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।
প্রসঙ্গত জেলা মহিলা কংগ্রেসের একসময়ের দাপুটে নেত্রী ছিলেন প্রতিমা রজক। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত দু'বার কংগ্রেসের প্রতীকে জয়ী হয়ে তিনি বিধানসভার সদস্যা নির্বাচিত হয়েছিলেন। ২০২১ সালে নির্বাচনে কংগ্রেসের টিকিট না পাওয়ার পর সক্রিয় রাজনীতিতে সেভাবে আর তাঁকে দেখা যায়নি।
সম্প্রতি তৃণমূল দলের জেলা শীর্ষ নেতৃত্বের সঙ্গে কলকাতায় এক সাংগঠনিক সভায় তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেলেন, এখন থেকে বড়ঞার বিধানসভা কেন্দ্রের যাবতীয় দায়িত্ব বীরভূমের অনুব্রত মণ্ডল সামলাবেন।
দু'বারের কংগ্রেস বিধায়ককে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে অপূর্ব সরকার বলেন, 'উনি একসময় আমার দীর্ঘদিনের সহকর্মী ছিলেন। প্রতিমা রজক সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য আবেদন করেছিলেন। সেই আবেদন দলের শীর্ষ নেতৃত্ব মেনে নিয়েছেন। সেই কারণে নারী দিবসে সম্মান জানিয়ে প্রতিমা রাজককে আমাদের দলে গ্রহণ করা হয়েছে। আমরা আগামী দিন সকলে একসঙ্গে কাজ করব।'
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যোগদান করার পর দু'বারের কংগ্রেস বিধায়ক প্রতিমা রজক বলেন, '২০২১ এর বিধানসভা নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করিনি। এরপর শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন সক্রিয় রাজনীতিতে ছিলাম না। কংগ্রেস দলে আমার প্রাক্তন সহকর্মী অপূর্ব সরকার আমাকে তৃণমূল দলে যোগদান করার জন্য বলেছিলেন। এরপর আমি তৃণমূল দলের শীর্ষ নেতৃত্বের কাছে সেই আবেদন লিখিতভাবে জানিয়েছিলাম। গতকাল নারী দিবসের দিন সম্মান জানিয়ে আমাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হয়েছে। এরপর আমরা সকলে একসঙ্গে মিলে আগামী বিধানসভায় নির্বাচনে কীভাবে তৃণমূল কংগ্রেস আরও ভাল ফলাফল করতে পারে সেই বিষয়ে সচেষ্ট হব।'
নানান খবর

নানান খবর

চাপরামারি-গরুমারার পর এবার বৈকন্ঠপুর, দাউদাউ করে জ্বলছে আগুন

দিঘার হোটেলে উদ্ধার পর্যটকের ঝুলন্ত দেহ, তীব্র চাঞ্চল্য সৈকত নগরীতে

শিয়ালদহ–ডানকুনি শাখায় সাত ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল, তীব্র যাত্রী ভোগান্তির আশঙ্কা

ছবি তোলার জন্য অজগরের লেজ ধরে টানাটানি! বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন পরিবেশপ্রেমীরা

ভুয়ো সিম কার্ড চালু করে অসৎ উদ্দেশ্যে বিক্রি, গাইঘাটা পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক

বেহাল তারাপুরের বিড়ি শ্রমিকদের হাসপাতাল, ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে কেন্দ্র, অভিযোগ তৃণমূল সাংসদের

দেওরের পুরুষাঙ্গে কোপ মেরে স্বামীকে নিয়ে চম্পট বৌদির

এপ্রিলেই বঙ্গোপসাগরে দু'টি নিম্নচাপ, একটি পরিণত হতে পারে দানবীয় ঘূর্ণিঝড়ে, এল আবহাওয়ার মেগা আপডেট

দাউদাউ করে জ্বলছে চাপড়ামারি জঙ্গল, বিপর্যস্ত বন্যপ্রাণ, উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে

ইঁদুর মারতে সেমাইয়ের সঙ্গে মেশানো হয়েছিল বিষ, খেয়ে ফেলল বাড়ির শিশুরা, ভয়াবহ পরিণতি

ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৫টি ঘর, ঝলসে গেল গবাদি পশু-মজুত টাকা, গ্রাম জুড়ে হাহাকার

এবার সিকিম যাওয়া হবে আরো সহজ! পাহাড়ে যাতায়াতে সিকিম ও বাংলার যৌথ উদ্যোগ, জেনে নিন

একই ভুলে হাত হারালেন একই বাসের দুইযাত্রী, নদিয়াতে হাড়হিম করা দুর্ঘটনা

ইদের আনন্দ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদে,মৃত ৪

বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে গিয়ে রহস্যমৃত্যু নাবালিকার, জঙ্গল থেকে উদ্ধার দেহ

সিঁদুরে মেঘ হল বৃষ্টি, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়, কোন স্বার্থ কেন্দ্রের?

চলো ঘুরে আসি, ভিক্ষুক সেজে শিশু চুরি মালদায়

‘এত পরিমাণ বাজি মজুত রাখার কারণ কী?’ পাথরপ্রতিমার ঘটনায় তদন্তে পুলিশ