বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৬ ডিসেম্বর ২০২৩ ১৭ : ৩৫Pallabi Ghosh
অতীশ সেন, ডুয়ার্স: চোর পালটা চোর স্লোগান এবং একশো দিনের কাজের শ্রমিকদের বিক্ষোভের মধ্য দিয়ে শেষ হল শুভেন্দু অধিকারীর চালসার সভা। শনিবার ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসায় শ্রমিক সমাবেশে যোগ দিয়ে স্থানীয় তৃণমূল নেতাদের নাম করে তাঁদের চোর আখ্যা দিলেন শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দু চালসায় আসার আগে সোনগাছি চা বাগানের কাছে স্থানীয় বাসিন্দারা রাস্তার দুই ধারে ১০০ দিনের কার্ড হাতে দাঁড়িয়ে রইলেন। বকেয়া টাকার দাবিতে শুভেন্দুকে উদ্দেশ্য করে দিলেন স্লোগান। শুভেন্দুর সভা শুরুর আগেই পথে নামলেন তৃণমূল আইটি সেলের কর্মীরা। চালসা গোলাইয়ের কাছে তাঁদের মাইক হাতে সাধারণ মানুষের উদ্দেশে বলতে শোনা যায়, "দেখতে নাদুস-নুদুস একজন চোর আপনাদের এলাকায় আসছেন। আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন।"
জানা গিয়েছে মালবাজারে দলীয় কার্যালয়ে একটি সভা শেষ করে চালসার জনসভায় যোগ দেওয়ার পথে শুভেন্দুকে একশো দিনের শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়তে হয়। মাল কলেজ সংলগ্ন সোনগাছি চা বাগান মোড়ে শতাধিক বাসিন্দা ও চা শ্রমিক জবকার্ড হাতে ১০০ দিনের কাজের বকেয়ার টাকার দাবিতে শুভেন্দুর কনভয়কে লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন। শুভেন্দুর কনভয় সেখানে না দাঁড়িয়ে দ্রুত গতিতে বেড়িয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান প্রায় দুই বছর ধরে ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে, পাশাপাশি তাঁরা যে সময় কাজ করেছিলেন, তার মজুরিই বকেয়া রয়ে গেছে। কেন্দ্রের কাছে বকেয়া টাকা না পাঠানোর জন্য শুভেন্দু দরবার করেছে, সেই কারণেই তাঁরা এদিন শুভেন্দুকে কাছে পেয়ে তাঁকে উদ্দেশ্য করে বিক্ষোভ দেখালেন।
শুভেন্দু অধিকারী শনিবার দুপুরে চালসা পৌঁছে চালসার গোলাইয়ে বীর বিরসা মুন্ডা, ভানু ভক্ত আচার্য ও লাল শুক্রা ওরাওঁয়ের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এরপর তিনি আসেন চালসার ডব্লু.বি.টি.জি.ই এর হলের ময়দানের আয়োজিত চা শ্রমিকদের জনসভায় যোগ দেন। জনসভা থেকে স্থানীয় তৃণমূল নেতাদের নাম করে তাঁদের চোর আখ্যা দেন। পাশাপাশি রাজ্যে বিভিন্ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এরই সাথে বাংলা ভাগের কথা এড়িয়েই উত্তরবঙ্গের আবেগে আবারও সুড়সুড়ি দিলেন শুভেন্দু। শুভেন্দু বলেন - "ভাইপো বলেছিলেন উত্তরবঙ্গ বলে কিছু নেই, একটাই বঙ্গ পশ্চিমবঙ্গ।" তিনি বলেন "উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কিম্বা রাঢ় বঙ্গ বললে রাজ্য ভাগ হয় না। উত্তরবঙ্গকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গ হয় না, উত্তরবঙ্গ ছিল, আছে, থাকবে।’ এরই সাথে চা শ্রমিকদের রাজ্য সরকারের পক্ষ থেকে জমির পাট্টা প্রদানের বিষয়েও কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন - "চা বাগানের জমি কেন্দ্রের জমি, এই জমি রাজ্যের নয়। চা বাগানের জমির মালিক চা শ্রমিকরা, তাঁদের এভাবে পাট্টা দেওয়া যায় না।" এদিনের সভা থেকে আগামী লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের আবারও জয়ী করার আহ্বানও জানান শুভেন্দু। এর পর তিনি আলিপুরদুয়ারের উদ্দেশে রওনা দেন।
নানান খবর

নানান খবর

সিগন্যালিং ব্যবস্থায় গোলমাল, শিয়ালদহ ডিভিশনে ট্রেন চলাচলে বিভ্রাট

ভদ্রেশ্বরে সবজির ক্ষেতে আগুন, নিয়ন্ত্রণে আনল দমকলের ২ টি ইঞ্জিন

শিশুপাচারে অভিযোগ! মুম্বই পুলিশের হাতে গ্রেপ্তার উত্তরপাড়ার মহিলা চিকিৎসক, উদ্ধার করা হল শিশুদেরও

খাবার না পেয়ে কাঁদছিল ছোট বোন, খিচুড়ি আনতে গিয়ে মর্মান্তিক পরিণতি দিদির

চলতে চলতেই হাতের কাছে পাওয়া যাবে বই, ডিজিটাল যুগে বই পড়ার অভ্যাস তৈরিতে অভিনব উদ্যোগ

মাটি নিয়ে গবেষণার মাঝেই ইসরো-তে চাকরির ডাক, ময়ূরাক্ষীর বিরাট সাফল্যে উজ্জ্বল দিনহাটা

অগ্নিদগ্ধ ব্যবসায়ী পরিবার, আগুনে ঝলসে চার জন ভর্তি হাসপাতালে

ভাবছেন এই গরমে কোথায় পাবেন স্বস্তি? ঘুরে আসতে পারেন 'অফবিট' এই জায়গা থেকে

বিয়ের দাবিতে পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে ধরনায় যুবতী! হাতে প্ল্যাকার্ড

পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্রী, জনতার মারে হাসপাতালে ভর্তি গাড়ির চালক

পড়ে রইল খাবার, পাত্র-পাত্রী দু'পক্ষের মধ্যে তুমুল ইট ছোড়াছুড়ি

মুখ্যমন্ত্রীর আশ্বাসেই বিশ্বাস, রিষড়ার এই স্কুলে যোগ দিলেন চাকরিহারা শিক্ষকরা

নতুন বাইক নিয়ে 'জয়রাইড', সেতু থেকে খালে পড়ে থামল দুরন্ত গতি

বিয়ের তিরিশ বছর পর বধূ নির্যাতন, স্ত্রীকে আগুনে পুড়িয়ে খুন, যাবজ্জীবন কারাদণ্ড বলাগড়ের বৃদ্ধের

জীবনের ঝুঁকি নিয়েই জঙ্গলে প্রবেশ করলেন মৌলেরা, শুরু মধু সংগ্রহের কাজ