আজকাল ওয়েবডেস্ক: এভাবেও ফিরে আসা যায়! দিন কয়েক আগেও যাকে নিয়ে এত সমালোচনা, অবসরের প্রহর গোনা শুরু, সেই তারকাকে নিয়েই নেটমাধ্যমে মাতামাতি। তাঁকে কেন্দ্র করেই স্বপ্নের জাল বোনা শুরু। বিরাট কোহলির কাঁধে চেপেই আরও একটি আইসিসি ট্রফি জয়ের গন্ধ পেতে শুরু করেছেন রোহিত শর্মা। তিনি এবং শুভমন গিল আউট হওয়ার পর অশনি সঙ্কেত দেখা দিয়েছিল। কিন্তু ঢাল হয়ে দাঁড়ান কোহলি। যখন আউট হলেন, সেই জায়গা থেকে ম্যাচ হারা কঠিন। স্বভাবতই সতীর্থের ভূয়সী প্রশংসা করলেন ভারত অধিনায়ক। রোহিত বলেন, 'বিরাট আমাদের জন্য এটা বহু বছর ধরে করে আসছে। আমরা নিজেদের মাথা ঠান্ডা রেখেছিলাম। আমরা একটা বড় পার্টনারশিপ চেয়েছিলাম। যা শ্রেয়স এবং বিরাটের মধ্যে হয়েছে। তারপর শেষদিকে হার্দিকের বড় শট কাজে লেগেছে।'
টি-২০ বিশ্বকাপ জেতার আট মাসের মধ্যে আরও একটি আইসিসি টুর্নামেন্টে জেতার হাতছানি। রবিবার দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ডের মধ্যে কোনও একটি দলের মোকাবিলা করতে হবে। প্রোটিয়ারা উঠলে টি-২০ বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটবে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়ে এখনই ভাবতে চান না ভারতের নেতা। রোহিত বলেন, 'ফাইনালে যেতে পেরে খুবই ভাল লাগছে। ফাইনালের আগে সবাইকে ফর্মে পাওয়া জরুরি। এই জয় আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে। তবে আমরা এই নিয়ে বেশি ভাবব না। সময় এলে তখন ভাবব। আমি চাই ছেলেরা একটু বিশ্রাম নিক।'
এদিনও ছ'জন বোলার নিয়ে খেলে ভারত। চারজন স্পিনার এবং দু'জন পেসার। টিম ইন্ডিয়ার অধিনায়কের কথাবার্তা শুনে মনে হল, ফাইনালেও একই ছকে বাজিমাত করার লক্ষ্যে তিনি। রোহিত বলেন, 'আমি সবসময় বোলিংয়ে ছ'জন বিকল্প চেয়েছিলাম। তার সঙ্গে আট নম্বর পর্যন্ত ব্যাটার। দল গঠনের সময় এই নিয়ে আলোচনা হয়েছিল। সবার কৃতিত্ব প্রাপ্য। বোলিংয়ে ছটা বিকল্প থাকলে অধিনায়কের কাজ কিছুটা সহজ হয়ে যায়।' ভারত অধিনায়ক জানান, আগের তিন ম্যাচের তুলনায় এদিনের উইকেট তুলনায় ভাল ছিল। তবে পিচ নিয়ে মাথা না ঘামিয়ে ভাল ক্রিকেট উপহার দেওয়া লক্ষ্য হিটম্যানের।
