আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলে ফেলেছে ভারত। কিন্তু একটি ম্যাচেও দেখা যায়নি ঋষভ পন্থকে।
লোকেশ রাহুল উইকেটের পিছনে দাঁড়িয়েছেন প্রতিটি ম্যাচে। সব ঠিকঠাক থাকলে মঙ্গলবারও হয়তো ভারতের হয়ে কিপিং করতে দেখা যাবে লোকেশ রাহুলকে।
তাহলে পন্থ কি কেবল ডাগ আউটে বসে বসেই কাটিয়ে দেবেন চ্যাম্পিয়ন্স ট্রফি? রোহিত শর্মা অবশ্য জানিয়ে দিলেন দলে পন্থের ভূমিকা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনুসৃত হচ্ছে হাইব্রিড মডেল। ভারতের ম্যাচগুলো হচ্ছে দুবাইয়ের মাটিতে। রোহিত বলছেন, ''সাম্প্রতিককালে দুবাইয়ে অনেক ক্রিকেট খেলা হচ্ছে।''
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দুবাইয়ের বাইশ গজ মন্থর দেখিয়েছে। রোহিত বলছেন, ''পিচ যে মন্থর হবে সেটা আমরা জানতাম। আইএলটি-টোয়েন্টি এখানেই অনুষ্ঠিত হয়েছে। ম্যাচগুলো সম্পর্কে আমরা জানি। এখানে স্লো বোলাররা সুবিধা পায়। আমাদের ডাগ আউটে একজন ব্যাটার বসে রয়েছে। একজন ব্যাটারকে খেলানোর যদি দরকার পড়ে, তাহলে তো ঋষভ পন্থ রয়েইছে।''
পন্থকে নিয়ে টিম ম্যানেজমেন্টের চিন্তাভাবনা কী তা স্পষ্ট করে দিলেন রোহিত।
তবে উইনিং কম্বিনেশন হয়তো বদলাবে না ভারত। কিউয়িদের বিরুদ্ধে বরুণ চক্রবর্তী পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বরুণকে খেলানো হবে, তা একপ্রকার নিশ্চিত।
