আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেরা ফিল্ডার হলেন বিরাট কোহলি। কিন্তু সেই মেডেল সরিয়ে রাখলেন সতীর্থ। সেরা ফিল্ডার হওয়ার পরেও মেডেল খুঁজে পাচ্ছিলেন না তিনি। পরে কোহলি পান সেই মেডেল। 

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি ম্যাচের পরই সেরা ফিল্ডারের পুরস্কার দেওয়া  হচ্ছে। কিউয়িদের হারানোর পরে সাজঘরে টি দিলীপ ক্রিকেটারদের প্রচেষ্টাকে সাধুবাদ জানান। সেরা ফিল্ডার হওয়ার দৌড়ে বিরাট কোহলির সঙ্গে ছিলেন অক্ষর প্যাটেল, শ্রেয়স আইয়ারও। শেষমেশ কোহলির হাতেই তুলে দেওয়া হয় সেরা ফিল্ডারের জন্য মেডেল। কিন্তু সেই মেডেলই খুঁজে পাচ্ছিলেন না কোহলি। ড্রেসিং রুমে তাঁকে উদভ্রান্তের মতোই দেখাচ্ছিল একসময়ে। হারানো মেডেল গেল কোথায়? ক্যামেরা ধরল অক্ষর প্যাটেলকে। তিনি বলছেন, ''আরে কোথায় গেল সেই মেডেল।'' মহম্মদ সামি আবার ইশারা করে দেখান তাঁর কাছে নেই মেডেল। অবশেষে সেই মেডেল বেরলো অক্ষর প্যাটেলের কাছ থেকেই। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Team India (@indiancricketteam)