আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন পাক তারকারা ভারতের সমালোচনা শুরু করে দিয়েছেন। দুবাইয়ের মাঠে খেলে বাড়তি সুবিধা পাচ্ছেন রোহিত-কোহলিরা। পাক মুলুক থেকে এহেন বাণী ভেসে আসছে।
কিন্তু প্রাক্তন পাক ক্রিকেটারদের সঙ্গে একমত নন ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিস। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের ছাড়পত্র জোগাড় করেছে যে চারটি দল, সেই দলগুলোর মধ্যে ভারতকেই সম্পূর্ণ একটা দল বলে মনে করেন দুই প্রাক্তন পেসার।
ওয়াসিম আক্রম বলেন, ''টিম ইন্ডিয়াকে যত প্রশংসা করো না কেন, তা কম হবে। শেষ ছ'টি ম্যাচের ছটিতেই জিতেছে ভারত। তার মধ্যে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে। আইসিসি-র পরিসংখ্যান যদি ধরা হয়, তাহলে দেখা যাবে ১৪টি ওয়ানডে-র মধ্যে মাত্র একটিতেই হেরেছে ভারত। সেটিও ২০২৩ বিশ্বকাপ ফাইনাল। সেটা ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।''
আক্রমের মতে, এই তথ্যই প্রমাণ করছে দলের প্রত্যেকের দারুণ আত্মবিশ্বাস। উইকেটের চরিত্র ভাল বুঝতে পারেন ভারতীয় ক্রিকেটাররা। চার জন স্পিনার নিয়ে খেলে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সফল হয়েছে।
ওয়াসিম আক্রমের দীর্ঘদিনের পার্টনার ওয়াকার ইউনিস বলেন, ''সেমিফাইনালের চারটি দলের মধ্যে সম্পূর্ণ দল একমাত্র ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্রুত তিন উইকেট হারালেও ভারত পার্টনারশিপ গড়ে। পরে জাদেজা ও পাণ্ডিয়া মারমুখী ব্যাটিং করায় ভারত ২৪৯ রান করে এই পিচে। নিউজিল্যান্ড যেভাবে বল করেছে, তাতে অন্য কোনও দল হলে আড়াইশো রান করা কঠিন হত।''
সেমি-যুদ্ধে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দুই নামী প্রাক্তনের কাছ থেকে ঢালাও সার্টিফিকেট পেল টিম ইন্ডিয়া।
