সোমবার ১৭ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

ক্যাম্পাস থেকে | তৃতীয় শ্রেণির সফল নৃত্যশিল্পী থেকে দাবার বিস্ময় বালক, প্রতিভা বিকাশের মঞ্চ শিলিগুড়ির টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল

Reporter: Riya Patra | লেখক: Akash Debnath ০২ মার্চ ২০২৫ ১২ : ৪৮Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: ভাল স্কুল কেবল চক-ডাস্টার-বই দিয়ে তৈরি হয় না। যে কোনও বিদ্যালয়ের সবচেয়ে বড় সম্পদ তার ছাত্র-ছাত্রী। তাদের শ্রম, নিষ্ঠা এবং অধ্যবসায়কে সঠিক দিশা দেখান শিক্ষক শিক্ষিকারা। আর এই রসায়ন সফল হলে যে কত ভিন্ন ভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীরা সাফল্য আনতে পারে তার উদাহরণ টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, শিলিগুড়ির শিক্ষার্থীরা।


যে কলা বছরের পর বছর অভ্যাসের পরেও আয়ত্ত করা কঠিন সেই নৃত্যকলাতে অসাধারণ পারদর্শিতা দেখিয়ে সারা বাংলার মন জয় করেছে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, শিলিগুড়ির ক্লাস থ্রি-র ছাত্রী আরুষি বর্মণ। ক্ষুদে প্রতিভা কলকাতার তারা টিভি এবং তারা নিউজ আয়োজিত 'জিনিয়াস দ্যা ড্যান্স স্টার' প্রতিযোগিতায় বিজয়ী হয়ে গর্বিত করছে গোটা স্কুলকে। বিজয়ীর ট্রফি এবং সার্টিফিকেট ছাড়াও জিতে নিয়েছে ৫০ হাজার টাকা। শিলিগুড়ি ড্যান্সিং সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার্স আপের স্থানও অধিকার করেছে আরুশি। 

আরুশির থেকে কিছুটা ছোট টিআইজিপিএস, শিলিগুড়ির ২বি-র ছাত্রী তোর্ষা চক্রবর্তী। বয়সে ছোট হলেও প্রতিভায় কিন্তু সে কোনও অংশেই কম যায় না। বারাণসীর "রাস বেনারস" উৎসবে সাব জুনিয়র বিভাগে সেমি-ক্লাসিক্যাল নৃত্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে সকলের মুখ উজ্জ্বল করেছে ছোট্ট তোর্ষা। ঐতিহ্যবাহী এই উৎসবের সাংস্কৃতিক গুরুত্ব ভারতে অপরিসীম। পাশাপাশি, অষ্টম শ্রেণীর আদ্রিকা সেন বারাণসীতে কৃষ্ণ প্রিয়া কত্থক কেন্দ্র আয়োজিত রাস বেনারসে তার অসাধারণ পারফরম্যান্সের জন্য শ্রেষ্ঠ শৈলুষ সম্মানে ভূষিত হয়েছে।

 

কম যায় না ক্লাস এইটের শৌর্য বিশ্বাসও। নয়া দিল্লির তাল কাটোরা স্টেডিয়ামে আয়োজিত ক্যারাটে প্রতিযোগিতায় শৌর্যের শৌর্যে কুপোকাত একের পর এক প্রতিযোগী। কেআইও ফেডারেশন কাপে সব প্রতিযোগীদের ধরাশায়ী করে সে স্বর্ণপদক জিতে নিয়েছে কেএটিএ সাব জুনিয়র বিভাগে। আবার কুমিতে ব্যক্তিগত সাব জুনিয়র বিভাগে রৌপ্য পদকও জিতেছে শৌর্য।


২৮শে ডিসেম্বর ২০২৪ তারিখে ভারতের বিশাখাপত্তনমে আয়োজিত হয় ইউএসএফ ওয়ার্ল্ড যোগা কাপ ২০২৫। একের পর এক প্রতিভাবান প্রতিযোগী অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে এই প্রতিযোগীতায়। কিন্তু সবাইকে ছাপিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে অ্যাঞ্জেল বর্মন। জুনিয়র গ্রুপ বিভাগে স্বর্ণপদক বিজয়ী এবং ২০২৪ সালের চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস হিসেবে একটি স্কুটিও জিতেছে সে। সিঙ্গাপুরে ইউএসএফ এশিয়া প্যাসিফিক ২০২৫ অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করা হয়েছে অ্যাঞ্জেলকে।


পিছিয়ে নেই বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরাও। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, শিলিগুড়ির একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র সপ্তর্ষি মল্লিক ১৮ ও ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় অংশ নেয়। সেখানে এবারের থিম ছিল ‘সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর সাসটেইনেবল ফিউচার'। নিষ্ঠা ও প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ শংসাপত্র পেয়েছে সে।

তৃতীয় শ্রেণীর লোকজিৎ মিত্র, এসআইপি অ্যারিথমেটিক জিনিয়াস অল ইন্ডিয়া ইন্টার স্কুল কনটেস্ট ২০২৪-এ পশ্চিমবঙ্গ রাজ্য ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে।

টিআইজিপিএস শিলিগুড়িতে বরাবরই জোর দেওয়া হয় দেশাত্মবোধ ও নিয়মানুবর্তিতার উপর। তারই প্রতিফলন দেখা গিয়েছে এবারের সাধারণতন্ত্র দিবসে। ২৬শে জানুয়ারি ২০২৫-এ শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনারেট দ্বারা আয়োজিত দেশাত্মবোধক গান এবং নৃত্য, উভয় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে টিআইজিপিএস-এর শিক্ষার্থীরা। ২৮টি স্কুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে অর্জিত এই কৃতিত্ব সত্যিই অসাধারণ। এছাড়াও, তারা ২৬শে জানুয়ারি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে প্যারেডে তৃতীয় স্থান অর্জন করেছে।


টিআইজিপিএস, শিলিগুড়িকে আরও একটি গর্বের মুহূর্ত উপহার দিয়েছে ষষ্ঠ শ্রেণির নৈয়ায়িকে বিশ্বাস। ৫ই জানুয়ারি বিধাননগরে অনুষ্ঠিত ভীমবার ব্লাইন্ড চেস টুর্নামেন্ট ২০২৫-এ অপরাজেয় চ্যাম্পিয়ন হয়েছে সে। ফাদার লেব্লন্ড স্কুলের ডিরেক্টরের হাত থেকে পুরস্কার গ্রহণ করে সে।

দাবায় স্কুলের মুখ উজ্জ্বল করেছে আরও এক ছাত্র। দ্বিতীয় শ্রেণীর যশজিৎ দত্ত অনূর্ধ্ব ৮ বিভাগে অপরাজেয় চ্যাম্পিয়ন হয়েছে। সে প্রথম রোটরি ব্যাঙ্গালোর শান্তিনিকেতন র‍্যাপিড চেস টুর্নামেন্ট ২০২৫-এ ৭টি ম্যাচের মধ্যে ৭টি ম্যাচেই জিতেছে।


২৯শে সেপ্টেম্বর ২০২৪ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আয়োজিত আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান অভীক্ষা ২০২৪-এও টিআইজিপিএস, শিলিগুড়ির জয়জয়কার। দেখে নেওয়া যাক এই প্রতিযোগিতায় স্কুলের সাফল্যের তালিকা-

ক. সপ্তম শ্রেণীর শীর্ষ সেনগুপ্ত জেলা স্তরে এএ গ্রেড এবং প্রথম স্থান।
খ. সপ্তম শ্রেণীর নীলাদ্রি মুখার্জি জেলা স্তরে এএ গ্রেড এবং দ্বিতীয় স্থান।
গ. সপ্তম শ্রেণীর ঈশান নাথ জেলা স্তরে এ গ্রেড এবং তৃতীয় স্থান।

টিআইজিপিএস, শিলিগুড়িকে ২০২৫ সালের জানুয়ারি মাসের জন্য এটিএল স্কুল অফ দ্য মান্থ হিসেবে সম্মানিত করা হয়েছে! এটিএল ক্যালেন্ডার কার্যক্রমের অংশ হিসেবে তাদের অসামান্য প্রকল্পর জন্য একাধিক ছাত্রকে তরুণ উদ্ভাবকদের হিসাবে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে:

ক. সুজয় কে. সামাল (একাদশ শ্রেণী):
বিষয়- পোর্টেবল এআই অ্যাসিস্ট্যান্ট।
খ. সানি সাহা, তীর্থ ওরাও, স্বাগ্নিক চন্দ (সপ্তম শ্রেণী):
বিষয়- ফায়ার ফাইটিং কার।
গ. ময়ূখ সরকার, অনিরুদ্ধ পাল, সৌম্যদীপ সাহা (অষ্টম শ্রেণী):
বিষয়- ট্রেন দুর্ঘটনা প্রতিরোধ।

২০০৬ সালে পথ চলা শুরু টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, শিলিগুড়ির। সবুজ চা-বাগানে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য্যের মাঝে অবস্থিত সিবিএসই পাঠ্যক্রমের এই ইংরেজিমাধ্যম স্কুলে ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা। তবে শুধু পড়ার বই নয়, শিক্ষার্থীদের বিকাশের জন্য সব ধরনের শিক্ষামূলক ব্যবস্থাই রয়েছে এই স্কুলে। এমনকী জোর দেওয়া হয় শিক্ষার্থীদের ভাল আচরণের উপরেও। একদিকে যেমন রয়েছেন দক্ষ শিক্ষক-শিক্ষিকা তেমনই অন্যদিকে রয়েছে কম্পিউটার, অত্যাধুনিক গবেষণাগার। ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রয়েছে সিসিটিভির ব্যবস্থাও। শিক্ষার্থীদের যাতায়াতের পথ সুগম করতে রয়েছে বিদ্যালয়ের নিজস্ব স্কুলবাস। সব মিলিয়ে পড়াশোনার পরিবেশ এবং পরিকাঠামো দুই’য়ের অসাধারণ যুগলবন্দিতেই শিলিগুড়ির টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল সেরার সেরা।


নানান খবর


রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া