আজকাল ওয়েবডেস্ক:‌ আদালতের নির্দেশে শুক্রবারই জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিন থেকে সরিয়ে নেওয়া হয়েছে সিসিটিভি। আর তা সরানো মাত্রই শনিবার সকালে এসএসকেএমে রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনে হাজির মেয়ে ও দাদা। এদিন মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক ও দাদা দেবপ্রিয় মল্লিক সোজা কার্ডিওলজি বিভাগে আসেন। কেবিনে জ্যোতিপ্রিয়র সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে তাঁরা চলে যান এমএসভিপির অফিসে। তবে কী কথা হয়েছে তা জানা যায়নি। 
নিম্ন আদালতের নির্দেশে এসএসকেএম হাসপাতালে জ্যোতিপ্রিয়র কেবিনের ভিতরে এবং বাইরে বসানো হয়েছিল সিসিটিভি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই মামলাতেই শুক্রবার হাইকোর্ট নির্দেশ দেয় হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনের ভিতর থেকে সরাতে হবে সিসিটিভি ক্যামেরা। তার পরিবর্তে মোতায়েন করা হবে সিআরপিএফ জওয়ানদের। তারপর সরানো হয় সিসিটিভি। বিচারপতি জানিয়েছিলেন, যদি কেবিনের বাইরে কোনও সিসিটিভি থেকে থাকে তাহলে তার ফুটেজ দিতে হবে ইডিকে। কারা তাঁর সঙ্গে দেখা করতে আসছেন, সেটা দেখার জন্য রেজিস্ট্রার থাকবে। দু’‌জন তদন্তকারী আধিকারিকের অনুমতি সাপেক্ষে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করতে পারবেন সাক্ষাৎকারীরা। এই নির্দেশের পরেই শনিবার জ্যোতিপ্রিয়র কেবিনে এলেন মেয়ে ও দাদা।