আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই বিমানবন্দর থেকে প্রায় ১২ কোটি টাকার মাদক আটক করা হল। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে ১২০১ গ্রাম মাদক উদ্ধার করা হয়েছে। এই মাদকের বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা। চেন্নাই কাস্টমস বিভাগ জানিয়েছে, নাইজেরিয়ার পাসপোর্ট নিয়ে এক ব্যক্তিকে দেখে তাদের সন্দেহ হয়। তার দেহের বিভিন্ন অংশ থেকে প্রায় ৭১ টি প্যাকেট বের করা হয়। এরপর সেগুলি পরীক্ষা করে উদ্ধার করা হয় মাদকগুলি। ধৃতের সঙ্গে এই চক্রে আর কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। কাস্টমস অফিসাররা জানিয়েছেন, বিগত বেশ কয়েকমাস ধরেই নাইজেরিয়া থেকে বিমানের মাধ্যমে ভারতে মাদক পাচারের একটি চক্র চলছে। তাই আগে থেকেই সতর্ক ছিলেন অফিসাররা।ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের অন্যান্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ।