আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় অফিস হতে চলেছে ভারতে। বর্তমানে বিশ্বের সবথেকে বড় অফিসের তকমা রয়েছে আমেরিকার পেন্টাগনের কাছে। কিন্তু তা এবার ভাঙতে চলেছে। ১৭ ডিসেম্বর অর্থাৎ রবিবার সেই অফিস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩৪০০ কোটি টাকা খরচে ৩৫.৫৪ একর জমির ওপর তৈরি হয়েছে সেই অফিস। পুরো চত্বরে থাকছে ৪,৫০০ দপ্তর। গুজরাটের সুরাটের এই কর্পোরেট অফিস হাবের নামকরণ করা হয়েছে ‘সুরাট ডায়মন্ড বার্স’।
প্রসঙ্গত, গুজরাটের হীরে ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতেই এই অফিস তৈরি হয়েছে। জানা গেছে পালিশ করা হীরের ব্যবসা হবে এবার এই অফিস থেকে। অন্তত ১৭৫টি দেশের ৪২০০ ব্যবসায়ী যাতে থাকতে পারে, সেই ব্যবস্থাও রাখা হয়েছে ওই অফিসে। এই অফিস খুলে গেলে কাজ পাবেন অন্তত দেড় লক্ষ মানুষ। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের যাতায়াত থাকবে এই অফিসে। গত জুলাই মাসেই এই অফিসের ছবি এক্স হ্যান্ডলে শেয়ার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই পোস্টেই বলা ছিল যে পেন্টাগনের থেকেও বড় হতে চলেছে এই অফিস।
প্রসঙ্গত, গুজরাটের হীরে ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতেই এই অফিস তৈরি হয়েছে। জানা গেছে পালিশ করা হীরের ব্যবসা হবে এবার এই অফিস থেকে। অন্তত ১৭৫টি দেশের ৪২০০ ব্যবসায়ী যাতে থাকতে পারে, সেই ব্যবস্থাও রাখা হয়েছে ওই অফিসে। এই অফিস খুলে গেলে কাজ পাবেন অন্তত দেড় লক্ষ মানুষ। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের যাতায়াত থাকবে এই অফিসে। গত জুলাই মাসেই এই অফিসের ছবি এক্স হ্যান্ডলে শেয়ার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই পোস্টেই বলা ছিল যে পেন্টাগনের থেকেও বড় হতে চলেছে এই অফিস।
