রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | India Bloc Protest: সংসদে অচলাবস্থা, গান্ধী মূর্তিতে বিক্ষোভ ইন্ডিয়ার

Kaushik Roy | ১৫ ডিসেম্বর ২০২৩ ১৪ : ১৯Kaushik Roy


বীরেন ভট্টাচার্য, দিল্লি: বৃহস্পতিবারের পর শুক্রবারও ভণ্ডুল হয়ে গেল সংসদের দুই কক্ষের সভা। লোকসভায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার প্রতিবাদে লোকসভা এবং রাজ্যসভায় পোষ্টার হাতে নিয়ে বিক্ষোভ করতে থাকেন ইন্ডিয়া শিবিরের সাংসদরা। ১১টায় সভা শুরু হওয়ার পরেই প্রথমে ২টো পর্যন্ত এবং তারপর সোমবার পর্যন্ত সভা মুলতুবি করে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। রাজ্যসভায় চেয়ারম্যানের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন আপ সাংসদ রাঘব চাড্ডা। তাঁকে হাতের ভঙ্গি ছেড়ে শুধুমাত্র নিজের বক্তব্য পেশ করার নির্দেশ দেন চেয়ারম্যান। লোকসভায় নিরাপত্তায় বিঘ্নিত হওয়া নিয়ে বৃহস্পতিবার সভাকক্ষে বিক্ষোভ করায় লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ১৪ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। আজ সকালে তার প্রতিবাদে হাতে পোষ্টার নিয়ে সংসদ ভবন চত্ত্বরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করে ইন্ডিয়া শিবির।

ইন্ডিয়া জোটের সমস্ত দলই সেই বিক্ষোভে যোগ দেয়। তারমধ্যে নীরব প্রতিবাদ টি শার্টে পরে প্রতিবাদ, বিক্ষোভ করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন। এদিনের বিক্ষোভে যোগ দিয়েছিলেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। সেখানে বিক্ষোভকারী অন্যান্য সাংসদদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। বিক্ষোভরত সাংসদদের বক্তব্য, আলোচনার দাবি জানানোর কারণে, ইন্ডিয়া জোটভুক্ত সাংসদদের সাসপেন্ড করা হচ্ছে। অন্যদিকে অবাধে সংসদে বিচরণ করে বেড়াচ্ছেন অভিযুক্ত যুবক সাগর শর্মাকে পাস দেওয়া বিজেপি সাংসদ প্রতাপ সিমহা। অবিলম্বে বিজেপি সাংসদের বিরুদ্ধে পদক্ষেপ করা এবং বিরোধী সাংসদদের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহারের দাবি জানান বিক্ষোভরত সাংসদরা। লোকসভায় অমিত শাহের ইস্তফা দাবি করা হয় ইন্ডিয়া শিবিরের তরফে।

আজ ওয়েলে নেমে পোষ্টার হাতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন সম্মিলিত ইন্ডিয়া শিবির। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, "জাতীয় নিরাপত্তার মতো একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে বক্তব্য রাখা আমাদের কর্তব্য, দায়িত্ব।" তাঁর বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় রয়েছে, অথচ সভায় বিবৃতি দেওয়ার সময় নেই। মঙ্গলবার লোকসভায় পেশ করা হয় ভারতীয় দণ্ড সংহিতা বিল। সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, বিলটি বৃহস্পতি ও শুক্রবার আলোচনা হবে। তারপর থেকেই নিরাপত্তা বিঘ্নিত হওয়া ইস্যুতে সংসদে তৈরি হয় অচলাবস্থা। ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে সংসদের শীতকালীন অধিবেশন। ফলে হাতে সময় আর মাত্র দিন পাঁচেক। তারমধ্যে কীভাবে দুই কক্ষে বিলটি নিয়ে আলোচনা হবে, তা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে, এটি মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ অধিবেশন। সেই কারণেই চলতি অধিবেশনেই বকেয়া বিলগুলি পাস করাতে মরিয়া মোদি সরকার।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

৩০-এর আগেই কোটিপতি, দেশের ১৫ শতাংশ আছে সেই তালিকায়, বলছে রিপোর্ট...

দামি গাড়ি হলেই নিরাপদ? বেঙ্গালুরুর ভলভো দুর্ঘটনায় ৬ যাত্রীর মৃত্যুর পর উঠল প্রশ্ন ...

পুরীর মন্দিরে জগন্নাথ দর্শনে নয়া নিয়ম, নতুন বছরের শুরু থেকেই......

রাজ্যে সুরা পান নিষিদ্ধ, বিমানে তো নয়, ৪ ঘণ্টার বিমানযাত্রায় নিমেষে শেষ দু'লক্ষের মদ...

ইচ্ছামৃত্যু চেয়েছিলেন বৃদ্ধ কৃষক, বদলে জুটল ৯.৯১ লাখ পুলিশি জরিমানা! কেন?...

বৃদ্ধার শেষযাত্রায় ডিজে বাজিয়ে উদ্দাম নাচ, শোক ভুলে উদযাপনেই মাতল গোটা পরিবার! ...

শৌচাগার আচমকা বেজে উঠল ফোন, ঘুরে তাকাতেই মহিলা দেখলেন ভিডিও চলছে! তারপর......

প্রেমিকের প্রতিই বেশি টান! কাঁদতে কাঁদতে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী, 'ভালবাসা'র নজিরে হতবাক সকলে ...

প্রেমিকাকে হোটেলের চার তলা ছুঁড়ে ফেললেন প্রেমিক, ধৃত যুবক, আশঙ্কজনক যুবক...

টাকা ফেরত চেয়ে পরিবারকে হুমকি, বন্ধুর হাতে নৃশংশভাবে খুন হতে হল যুবককে, গ্রেপ্তার তিন...

ভোপালে পরিত্যক্ত গাড়ি থেকে উদ্ধার ৫২ কেজি সোনা, জঙ্গলে মিলল টাকার পাহাড়ও...

ব্যাগভর্তি কয়েনে স্ত্রীকে ২ লক্ষ টাকা খোরপোশ দিলেন ট্যাক্সি চালক! কী বললেন বিচারক?...

দেশে নারী ক্ষমতায়নে বিপ্লব, কত কোটি অ্যাকাউন্ট খুলল ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক...

বিচ্ছেদে এক কোটি খোরপোশ দাবী স্ত্রীর, অতুলের মতো যন্ত্রণায় কাতর  অলোক!...

লক্ষ লক্ষ টাকা খরচ করেও আয় শূন্য! রাগের বশে সব ভিডিও মুছে ফেললেন ইউটিউবার...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 23