আজকাল ওয়েবডেস্ক: এসবিআই মানেই হল সকলের কাছে ভরসার জায়গা। এখানে টাকা বিনিয়োগ করার মানে হল সঠিক সময় সঠিক টাকা ফের হাতে পেয়ে যাওয়া। এসবিআই মিউচুয়াল ফান্ডে যদি টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ভাল টাকা মেয়াদ শেষে হাতে পেয়ে যাবেন।
এসবিআই পিএসইউ ফান্ড
এখানে রেশিও রয়েছে ০.৭৮ শতাংশ। এখানে ৫০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যদি এখানে ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে তিন বছর পর সেই টাকা ৪.৭৭ লক্ষ টাকা হয়ে যাবে।
এসবিআই লং টার্ম ইক্যুইটি ফান্ড
এখানে রেশিও রয়েছে ০.৯৫ শতাংশ। এখানে ৫০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন।যদি এখানে ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে তিন বছর পর সেই টাকা ৪.০২ লক্ষ টাকা হবে।
এসবিআই ইনফ্রাসট্রাকচার ফান্ড
এখানে রেশিও রয়েছে ০.৮৩ শতাংশ। এখানে ৫০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যদি এখানে ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে ৩ বছর পর হাতে পাবেন ৩.৯৬ লক্ষ টাকা।
এসবিআই হেল্থকেয়ার অপরচুনিটি ফান্ড
এখানে রেশিও রয়েছে ০.৮৯ শতাংশ। এখানে ৫০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যদি এখানে ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে ৩ বছরে হাতে পাবেন ৩.৯৫ লক্ষ টাকা।
এসবিআই কন্ট্রা ডাইরেক্ট প্ল্যান
এখানে রেশিও রয়েছে ০.৬ শতাংশ। এখানে ৫০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যদি ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে ৩ বছর পর হাতে পাবেন ৩.৮৫ লাখ টাকা।
এসবিআই কনসামশান অপরচুনিটি ফান্ড
এখানে রেশিও রয়েছে ০.৯১ শতাংশ। ৫০০ টাকা থেকে এখানে বিনিয়োগ করতে পারেন। যদি ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ৩ বছর পর হাতে পাবেন ৩.৪৯ লক্ষ টাকা।
এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ফান্ড
এখানে রেশিও রয়েছে ০.৮১ শতাংশ। এখানে ৫০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যদি ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ৩ বছরে ৩.৪ লক্ষ টাকা হাতে পাবেন।
তবে যেকোনও বিনিয়োগের আগে এবিষয়ে ভাল করে খোঁজ নিয়ে তারপর বিনিয়োগ করবেন। যদি আপনি লোকসানে পড়েন তাহলে তার দায় আজকাল ডট ইন নেবে না।
