আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথমদিন জোড়া ধাক্কা খায় পাকিস্তান। নিউজিল্যান্ডের কাছে হারের পাশাপাশি চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে যান ফকর জমান। তাঁর পরিবর্ত হিসেবে ইমাম উল হককে দলে অন্তর্ভুক্ত করা হয়। করাচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পান ফকর। মাঠ ছাড়তে বাধ্য হন। পিসিবির পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়, পেশিতে টান লেগেছে ফকরের। পরে ব্যাট করতে নামেন। ১০ ওভারের মাথায় নামলেও, চোট পারফরম্যান্সে প্রভাব ফেলে। ৪১ বলে ২৪ রান করেন। বৃহস্পতিবার ফকরের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারপর ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমতি নিয়ে পরিবর্ত প্লেয়ারের নাম ঘোষণা করা হয়।

একদিনের ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞতা আছে ইমামের। ৭২ একদিনের আন্তর্জাতিক খেলেছেন ২৯ বছরের বাঁ হাতি ব্যাটার। কিন্তু সম্প্রতি দেশের হয়ে কোনও একদিনের টুর্নামেন্ট খেলেননি। ২০২৩ সালে শেষবার পাকিস্তানের হয়ে বিশ্বকাপে খেলতে দেখা গিয়েছিল ইমামকে। কিন্তু ফর্মে না থাকায় পরবর্তীকালে দল থেকে বাদ পড়েন। রবিবার ভারতের বিরুদ্ধে ওপেন করবেন তিনি। সাইম আইয়ুবের জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেয়েছিলেন ফকর। কিন্তু ভাগ্যের হাতে মার খেলেন। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা ভাগ্যে নেই। সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে ভারতের বিরুদ্ধে জিততেই হবে পাকিস্তানকে।