আজকাল ওয়েবডেস্ক: একবিংশ শতাব্দীতে প্রযুক্তি অনেক উন্নতমানের। সমর্থকদের ড্রয়িংরুমে পৌঁছে দেওয়া হয় পছন্দের ক্রিকেটার, ফুটবলারদের। ঘরে বসেই মাঠের মজা নিতে পারে ক্রীড়াপ্রেমীরা। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের জন্য ব্রডকাস্ট পরিকল্পনা ঘোষণা করল আইসিসি। অতি উন্নতমানের টেকনোলজি ছাড়াও রয়েছে তারকায় ঠাসা ধারাভাষ্য প্যানেল। বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তদের উন্নতমানের পরিষেবা দেওয়াই লক্ষ্য। প্রতি ম্যাচে কটা ক্যামেরা থাকবে জানেন? শুনলে চোখ কপালে উঠবে। প্রতি ম্যাচে ন্যূনতম ৩৬টি ক্যামেরা থাকবে। এছাড়াও থাকছে অ্যানালিটিক্যাল টুল। কুইডিচ ইনোভেশন ল্যাবে ভার্চুয়াল মাঠ দেখা যাবে। যেখানে ফিল্ডিং পজিশন থেকে শুরু করে স্ট্র্যাটেজিও দেখা যাবে। এছাড়াও থাকছে ড্রোন ক্যামেরা এবং বাগি ক্যামেরা। থাকবে স্পাইডারক্যামও। মোবাইলের দর্শকদের জন্য আইসিসি টিভি জিও স্টারের সঙ্গে হাত মিলিয়েছে। স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

কমেন্ট্রি প্যানেলও সমৃদ্ধ। থাকবেন প্রাক্তন অধিনায়ক, ক্রিকেট পণ্ডিত এবং কিংবদন্তিরা। ভারতীয় ধারাভাষ্যকারদের মধ্যে থাকছেন সুনীল গাভাসকর, রবি শাস্ত্রী, দীনেশ কার্তিক এবং হর্ষ ভোগলে। পাকিস্তান থেকে থাকবে ওয়াসিম আক্রম, রমিজ রাজা এবং বাজিদ খান। এছাড়াও থাকছেন ইংল্যান্ডের দুই প্রাক্তন অধিনায়ক নাসের হোসেন এবং মাইকেল আর্থারটন। এই দু'জন এবং ইয়ান বিশপ এক্সপার্ট মন্তব্য করবেন। ধারাভাষ্য প্যানেলে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন ইয়ান স্মিথ এবং সাইমন ডুল। অস্ট্রেলিয়া থেকে থাকবেন ম্যাথিউ হেডেন, মেল জোন্স এবং অ্যারন স্মিথ। এছাড়াও দক্ষিণ আফ্রিকা থেকে থাকবেন ডেল স্টেইন এবং শন পোলক। দর্শকদের উন্নতমানের পরিষেবা দিতে তৈরি আইসিসি। এবার শুধু ঢাকে কাঠি পড়ার পালা।