নিজস্ব সংবাদদাতা: টলিউডে করেছেন একাধিক কাজ। এরপর বলিউডে পাড়ি দিয়েই সেখানে ছক্কা হাঁকালেন এই বাঙালি অভিনেত্রী। শুধু পর্দা ভাগ করাই নয়, একেবারে পঙ্কজ ত্রিপঠির স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করে ফেললেন কোয়েল দাস। সামাজিক মাধ্যমে সেই ছবি ভাগ করে নিয়ে নিজেই এই খবর ভাগ করে নিয়েছেন কোয়েল।
মডেলিং, ছোটপর্দা এবং বড়পর্দায় একাধিক কাজ করেছেন কোয়েল দাস। বড়পর্দায় 'মিতিন মাসি' ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রেও দেখা গিয়েছিল তাঁকে। পাশাপাশি আরও বেশ কিছু কাজ করেছেন এই বঙ্গ-কন্যা। টলিপাড়ায় বেশ পরিচিত মুখ তিনি, তবে এখন আর এ পাড়ায় দেখা যায় না তাঁকে। বলিউডে কাজের জন্য মুম্বই পাড়ি দিয়েছেন কোয়েল। সেখানে ইতিমধ্যেই একাধিক বিজ্ঞাপনের কাজ করে ফেলেছেন। তবে এবার প্রায় স্বপ্নপূরণের মতো ঘটনা ঘটল কোয়েলের জীবনে।
পঙ্কজ ত্রিপাঠির স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করছেন কোয়েল। সামাজিক মাধ্যমে বলিউডের এই জনপ্রিয় অভিনেতার সঙ্গে ছবি ভাগ করে সেই খবর দিয়েছেন নিজেই। পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে সেই ছবি পোস্ট করে কোয়েল লিখেছেন, "একটি নতুন বিজ্ঞাপনের জন্য আমার পর্দার স্বামী।" বিজ্ঞাপন হলেও মুম্বইতে গিয়েই পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে পর্দা ভাগ করা কম কথা নয়, বলেই মত নেটপাড়ার। তাই এই পোস্ট দেখার পর থেকেই সমাজমাধ্যমে কোয়েলকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন টলিউডের একাধিক শিল্পী ও কলাকুশলী। মুম্বই শহরে একাধিক বিজ্ঞাপনের কাজ করেছেন কোয়েল, তবে প্রথমবার পছন্দের অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করে যারপরনাই খুশি তিনি।
