সোমবার ১৭ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
SG | ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৩৫Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের নির্বাচনে বিপুল জয়লাভের মাত্র তিন মাসের মধ্যেই বিজেপি-শিবসেনা-এনসিপি জোটের মধ্যে ফাটল বাড়ছে বলে মনে হচ্ছে। সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে, কিছু বিধায়কের 'ওয়াই' সিকিউরিটি কভার প্রত্যাহার নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। সূত্র জানিয়েছে, সব দলের বিধায়কদের সুরক্ষা কমানো বা প্রত্যাহার করা হয়েছে, তবে উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে-নেতৃত্বাধীন শিবসেনার সবচেয়ে বেশি বিধায়করা এর আওতায় পড়েছেন। শিবসেনা এই পদক্ষেপের কারণে অসন্তুষ্ট।
২০২২ সালে একনাথ শিন্ডে বিদ্রোহ করে বিজেপির সঙ্গে যোগ দেওয়ার পর মহারাষ্ট্র সরকার তাঁর অনুগামী ৪৪ জন বিধায়ক ও ১১ জন লোকসভার সাংসদকে 'ওয়াই' সিকিউরিটি কভার দিয়েছিল। তবে, সূত্র জানিয়েছে, নতুন নিরাপত্তা ব্যবস্থার ভিত্তিতে এখন এই সুরক্ষা কভার প্রত্যাহার বা কমানো হয়েছে শিবসেনার সব বিধায়ক ও অন্যান্য নেতাদের জন্য, যাঁরা মন্ত্রী নন।
বিজেপি এবং এনসিপির কিছু নেতার ক্ষেত্রেও সুরক্ষা কমানো হয়েছে, তবে শিবসেনার প্রায় ২০ জন নেতা এর আওতায় পড়েছেন, যা অন্য দলের তুলনায় বেশি। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস বলেছেন যে সিকিউরিটি রিভিউ কমিটিই সুরক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেয়। এই কমিটি সময়ে সময়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয়। "এই বিষয়ে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ নেই, তাই এই নিয়ে রাজনীতি করা উচিত নয়," তিনি বলেন। গত সপ্তাহে মন্ত্রীসভা কমিটির নিয়মে পরিবর্তন করে ‘উপমুখ্যমন্ত্রী’ পদকেও অন্তর্ভুক্ত করেছে।
এছাড়া, একনাথ শিন্ডে এবং এনসিপি নেতা অজিত পাওয়ারের মধ্যেও কিছু সমস্যা দেখা দিয়েছে, কারণ সরকার নাসিক ও রায়গড় জেলার তত্বাবধায়ক মন্ত্রী হিসেবে এনসিপি নেত্রী অদিতি তাটকরে এবং বিজেপির গিরিশ মহাজনের নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। শিবসেনার মন্ত্রী ভরতসেঠ গোগাওলে এবং শিক্ষামন্ত্রী দাদাজি ভুসে এই জেলাগুলির দায়িত্ব নিতে চেয়েছিলেন, বিশেষ করে, নাসিক ২০২৭ সালে কুম্ভ মেলার আয়োজন করবে।
শিন্ডে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের দ্বারা আয়োজিত কুম্ভ মেলার রিভিউ বৈঠকেও উপস্থিত ছিলেন না এবং কয়েক দিন পর নিজে একটি পৃথক বৈঠক করেন।
নানান খবর

নানান খবর

বিহারে পুলিশের উপর ধারাবাহিক হামলা, সাত পুলিশকর্মী আহত

এ কেমন নিয়ম শুরু হল বেঙ্গালুরুতে, রেগে লাল এক বাসিন্দা

এক ঝাঁক কুমিরকে বশ মানিয়ে চমকে দিলেন এক ব্যক্তি, নেটিজেনদের চোখ ছানাবড়া

বন্ধু ও নেতা হিসাবে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর কাছে কেন এতটা প্রিয়? অকপটে জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদি

সোনা-রূপোয় উপচে পড়ছে কোন মাতার মন্দির, ভক্তের ঢলে তৈরি হচ্ছে নতুন রেকর্ড

ব্যাগের মধ্যে মহিলার খুলি, গয়নার বাক্স! দেখেই চোখ ছানাবড়া পুলিশের, কীভাবে ধরল খুনিকে?

সাক্ষাৎকার নেওয়ার সময় প্রেমালাপ শুরু করেন এইচআর, হাতে নাতে ধরে ফেললেন স্ত্রী

কর্ণাটক সরকারের মুসলিম কন্ট্রাক্টরদের জন্য ৪% টেন্ডার সংরক্ষণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

দুই সন্তানের হত্যাকারী বাবা! অন্ধ্রপ্রদেশে হাড়হিম করা ঘটনা

কর্তব্যরত অবস্থায় হঠাৎ বুকে ব্যথা, হোলির দিন মর্মান্তিক পরিণতি পুলিশ আধিকারিকের

পুরীর সমুদ্র সৈকতে নয়া বিপত্তি, তিতিবিরক্ত পর্যটকরা! কী এমন হয়েছে?
আন্ধ্রপ্রদেশের ঋণের বোঝা: ৯,০০০ কোটি টাকার বন্ড ইস্যুর পরিকল্পনা নিয়ে বিতর্ক

'নেহা'-র প্রলোভনে পা! পাক আইএসআই এজেন্টকে ভারতের গোপন নথি 'পাচার', গ্রেপ্তার উত্তরপ্রদেশের এক বাসিন্দা

শিশুর খেলার সাথী সাপ! অবাক করা ভিডিও দেখে শিউরে উঠলেন সকলে

দক্ষিণ-পশ্চিম এয়ারলাইন্সের ফ্লাইটে মহিলা যাত্রীর নগ্ন হয়ে নাচ, বিমান ফিরিয়ে আনতে বাধ্য হল সংস্থা