আজকাল ওয়েবডেস্ক: আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আসতে চলেছে মহিলাদের জন্য ক্যান্সার প্রতিরোধে টিকা।  প্রাথমিকভাবে ৯ থেকে ১৬ বছর বয়সীরা পাবে এই টিকা। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, মহিলাদের ওপর ক্যান্সারের প্রভাব রুখতে একটি টিকা আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে পাওয়া যাবে।  

 

মন্ত্রী জানান, টিকার ওপর গবেষণা প্রায় শেষ পর্যায়ে এবং এর ট্রায়াল চলছে। ৯ থেকে ১৬ বছর বয়সী মেয়েরা এই টিকা নেওয়ার জন্য যোগ্য বলে নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, দেশে ক্যান্সার রোগীর সংখ্যা বেড়েছে, তাই কেন্দ্রীয় সরকার এই সমস্যা মোকাবিলায় নানা পদক্ষেপ নিয়েছে।

 

যাদব জানান, ৩০ বছরের ঊর্ধ্বে মহিলাদের জন্য হাসপাতালে স্ক্রিনিং প্রক্রিয়া চালু করা হবে এবং ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার জন্য ডে কেয়ার ক্যান্সার সেন্টার স্থাপন করা হবে। এছাড়াও, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের ওপর শুল্কও মকুব করেছে সরকার।

 

মন্ত্রী আরও বলেন, টিকাটি মূলত স্তন, মুখগহ্বর এবং সার্ভিকাল ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর হবে। এছাড়া, তিনি আয়ুষ চিকিৎসার সুবিধা প্রসঙ্গে বলেন যে, বর্তমানে অনেক হাসপাতালেই আয়ুষ বিভাগ রয়েছে এবং মানুষ এই সুবিধা গ্রহণ করতে পারছে। দেশের ১২,৫০০ স্বাস্থ্যসেবা কেন্দ্রে এই ধরনের আয়ুষ সুবিধা দেওয়া হচ্ছে এবং সরকার এগুলির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে।