আজকাল ওয়েবডেস্ক: চাপের মুখে ভেঙে পড়ে পাকিস্তান। এই দুর্বলতা নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামছেন মহম্মদ রিজওয়ানরা। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করছে পাকিস্তান। তার আগে রিজওয়ান বলেন, ''চাপের সামনে আমরা ভেঙে পড়ি। ফলে বেশ কয়েকটা ম্যাচ আমাদের হারতে হয়েছে।'' 

দীর্ঘ সময় পরে আইসিসি-র ইভেন্ট হতে চলেছে পাক মুলুকে। সেই প্রসঙ্গে রিজওয়ান বলছেন, ''চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের উপভোগ করতে হবে। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। পাকিস্তানে বহু বছর পরে এরকম একটা ইভেন্ট হতে চলেছে। প্রায় দশ বছর ধরে আমরা ঘরের মাঠের সুবিধা পাইনি। বাইরে গিয়ে আমাদের হোম ম্যাচ খেলতে হয়েছে।'' 

এই দশ বছরে পাকিস্তানের ক্রিকেট উন্নতি করেছে। রিজওয়ান বলছেন, ''এই দশ বছরে পাকিস্তানের ক্রিকেট উন্নতিও করেছে। বড় ম্যাচ জিতেছে। টেস্টের একনম্বর দল হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। আশা রাখি একই জিনিসের পুনরাবৃত্তি ঘটানো সম্ভব হবে এবার।'' 

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে কেমন খেলবে পাকিস্তান? গোটা টুর্নামেন্টই বা কেমন যাবে তাদের? রিজওয়ান বলছেন, ''আমরা কেমন পারফর্ম করব সেটা বলা কঠিন। নির্দিষ্ট দিনে কেমন খেলব, তা কারও পক্ষেই বলা সম্ভব নয়। তবে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করবে পাকিস্তান।''