নিজস্ব সংবাদদাতা: দর্শকের মনোরঞ্জনের জন্য ফিরেছে ১০০ পর্বের টেলি সিরিজ। যা একসময় দর্শক মহলে বেশ জনপ্রিয় ছিল। সেই রকমই দুরদর্শনে শুরু সাপ্তাহিক টেলি সিরিজ। 

 


নাম 'হরি ঘোষের গোয়াল'। পরিকল্পনায় কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। এই সাপ্তাহিক টেলি সিরিজের পরিচালনায় রয়েছেন নন্দিনী চট্টোপাধ্যায়। ভরপুর কমেডিতে মোড়া এই সিরিজ। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে 'ঘোষ বাড়ি'। আর সেই বাড়ির কর্তা হরি প্রসন্ন ঘোষ। এই চরিত্রে রয়েছেন অভিনেতা বিশ্বনাথ বসু। 

 

ঘোষ বাড়িকে ঘিরে এগোয় নানা মজার গল্প। গল্পের সৌজন্যে দেখা গিয়েছে নতুন চরিত্রদের। সেই তালিকায় এবার যোগ হলেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। সমাজমাধ্যমে নিজেই এই সুখবর ভাগ করেছেন অভিনেত্রী। 

 


ছোটপর্দায় মাধ্যমে অভিনয় জগতে পথ চলা শুরু করলেও বড়পর্দা থেকে ওটিটির দুনিয়ায় নজর কেড়েছেন বাসবদত্তা। টেলিভিশনের পরিচিত মুখ বলে তাঁকে সাদরে গ্রহণ করেছেন দর্শক মহল। ছোটপর্দায় তাঁকে শেষ দেখা গিয়েছিল জি বাংলার 'কার কাছে কই মনের কথা'য়। আগামীতে মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ছবি 'ঘাসফুল'। ছবিতে দেখা যাবে দেবশঙ্কর হালদার ও সৌমিলি বিশ্বাসকে।