আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম ও আফগান তারকা রশিদ খানের মধ্যে তুলনা করেছেন প্রাক্তন উইকেট কিপার রশিদ লতিফ। প্রাক্তন পাক উইকেট কিপার রশিদ লতিফ আফগান স্পিনারকে ওয়াসিম আক্রমের থেকে এগিয়ে রেখেছেন। রশিদ লতিফ বলেন, '' ওয়াসিম আক্রমের থেকে বড় ক্রিকেটার রশিদ খান।'' 

আক্রম বিশ্বের অন্যতম সেরা বোলার। কিন্তু রশিদ লতিফ কেন আক্রমের সঙ্গে রশিদ খানের তুলনা করতে গেলেন? রশিদ লতিফের যুক্তি, ''ক্রিকেট মানচিত্রে রশিদ লতিফ আফগানিস্তানকে পরিচিত করেছে। ভাবমূর্তির দিক থেকে রশিদ খান এগিয়ে।'' 

একসময়ে বলা হত, আক্রম ওভারের ছ'টি বলই ছ'রকমের করতে পারতেন। টি-টোয়েন্টি ফরম্যাটে রশিদ খানের মতো ম্যাচ উইনার কেউ নেই। অনেকে বলেন, রশিদ খান আসলে স্পিনার কিন্ত ওর মনোভাব একজন ফাস্ট বোলারের মতো। সেই কারণে শান্ত চোখে প্রতিপক্ষ ব্যাটারের দিকে তাকান তিনি। বিপক্ষ ব্যাটারের দিকে একপ্রকার তেড়ে যান। আফগান স্পিনারকে পরামর্শ দিয়ে রশিদ লতিফ বলছেন, ''রশিদ খানকে একটাই পরামর্শ দেব। এবার টেস্ট দলের উন্নতি ঘটানোর চেষ্টা করো। 
পাকিস্তানের বিরুদ্ধে যত বেশি সংখ্যক টেস্ট ম্যাচ খেলো।''