আজকাল ওয়েবডেস্ক: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) ভারতের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক। স্বস্তির যে এই ব্যাঙ্ক তাদের ঋণে সুদের হার ০.২৫ শতাংশ কমানোর ঘোষণা করেছে। সংশোধিত সুদের হার ১৫ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হচ্ছে বলেও জানানো হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) রেপো রেট ০.২৫ শতাংশ কমিয়েছে। ফলে বর্তমানে রেপো রেট হল ৬.২৫ শতাংশ। আরবিআই-য়ের সিদ্ধান্তের পরই সুদের হার কমার সম্ভাবনা উজ্জ্বল হযেছিল।   

এসবিআই সুদের হার কমানোর ফলে গৃহ ঋণ, গাড়ির ঋণ, ব্যক্তিগত ঋণ এবং বাণিজ্যিক ঋণের সুদের হার কমল। কমবে গ্রাহকদের মাসিক ইএমআই-এর অঙ্ক-ও।

গৃহ ঋণের সুদের হার হ্রাস-
এসবিআই থেকে গৃহঋণ এখন ৮.৯ শতাংশ সুদে পাওয়া যাবে। তবে বিষয়টি গ্রাহকের ক্রেডিট স্কোরের উপর নির্ভরশীল। এই পরিবর্তনের ফলে, বাড়ি কিনতে আগ্রহী ব্যক্তিরা এখন আগের চেয়ে কিছুটা সস্তা সুদের হারে ঋণের সুবিধা পাবেন। 

টপ-আপ ঋণের ক্ষেত্রে সুদের হার বদল-
এসবিআইয়ের নতুন সিদ্ধান্তে, টপ-আপ ঋণের সুদের হারও কমানো হয়েছে। স্টেট ব্যাঙ্ক টপ-আপ ঋণের হার ৮.৫৫ শতাংশ থেকে ১১.০৫ শতাংশ নির্ধারণ করেছে। 

গাড়ির ঋণে সুদ হ্রাস-
অটো ঋণের হার এখন ৯ শতাংশে উন্নীত হয়েছে। স্টেট ব্যাঙ্ক জানিয়েছে যে, আমানতের খরচ কমে যাওয়ার পরে এই হারগুলি আরও কমানো সম্ভব। এর সঙ্গেই, পরিবেশ উন্নয়নের জন্য আরও উৎসাহ প্রদানের জন্য, সবুজ গাড়ি ঋণে (বৈদ্যুতিক যানবাহনের জন্য) সুদের হার ৯.১ শতাংশ থেকে ১০.১৫ শতাংশের মধ্যে হবে।

এসবিআই তার গ্রিন কার লোন স্কিমেও পরিবর্তন এনেছে। পরিবেশের প্রতি সচেতনতা তৈরি এবং সবুজ যানবাহন প্রচারের লক্ষ্যে বৈদ্যুতিক যানবাহনের উপর এখন ০.৫ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এই পদক্ষেপ গ্রাহকরা সস্তা সুদের সুবিধার পাশাপাশি বৈদ্যুতিক যানবাহন কেনার ক্ষেত্রেও উৎসাহ পাবেন।

 সম্পত্তি বন্ধক রেখে লোনের সুদ-
সম্পত্তি বন্ধক রেখে ঋণের ওপর সুদের হার ৯.৭৫ শতাংশ থেকে ১১.০৫ শতাংশ ধার্য করা হয়েছে। 

গত সপ্তাহে, আরবিআই সুদের হার কমানোর পর, কানারা ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, করুর বৈশ্য ব্যাঙ্ক এবং আরবিএল ব্যাঙ্কও তাদের সুদের হার কমিয়েছে।