আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান যেরকম, তাদের ক্রিকেটও সেরকম।
ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে এই তুলনাই করেছেন।
পাকিস্তান ক্রিকেট অনিশ্চয়তায় ভরপুর। একেবারেই ধারাবাহিক নয়। কখন যে কী করে ফেলবে কেউ জানেন না। সম্প্রতি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে পাঁচ উইকেটে হার মেনেছে পাকিস্তান। এই পাকিস্তানই আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সবচেয়ে বেশি রান তাড়া করে ম্যাচ জিতেছিল।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তান নামছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তার আগে আকাশ চোপড়া বলছেন, ''পাকিস্তানের দুর্বলতা কেবল আজকের দুর্বলতা নয়। ওদের এই দুর্বলতা চিরকালীন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান গতবারের চ্যাম্পিয়ন ঠিক কথা, তবে চাপের মুখে ওরা কেঁপে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই হার মেনেছে। দ্বিতীয় রাউন্ডে পৌঁছতে পারেনি।''
আকাশ চোপড়া পাকিস্তানের ক্রিকেটকে সেই দেশের অস্থির অবস্থার সঙ্গে তুলনা করেছেন। আকাশ চোপড়াকে বলতে শোনা গিয়েছে, ''ওরা একেবারেই ধারাবাহিক নয়। ওদের গ্রাফ একবার উপরের দিকে ওঠে আবার পরক্ষণেই পতনের দিকে। ওদের দেশও সেরকমই। কখনও উত্থান, কখনও পতন। ক্রিকেট দলেও সেই একই প্রতিফলন। অনিশ্চয়তায় ভরপুর একটা দল। চাপের মুখে ভেঙে পড়ে। পাকিস্তান কি নিজেদের সমস্যা কাটিয়ে উঠতে পারবে? এটাই আমার প্রশ্ন।''
