অরিন্দম মুখার্জি: গাড়িতে ল্যাপটপ রেখে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। ফিরে এসেই দেখেন, গাড়ি থেকে গায়েব ল্যাপটপ। আশেপাশে দীর্ঘক্ষণ খুঁজেও না পেয়ে থানায় অভিযোগ জানান এক মহিলা। অবশেষে চুরি যাওয়া ল্যাপটপ সহ এক ব্যক্তিকে আটক করল কলকাতা পুলিশ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। বেলঘরিয়ার বাসিন্দা কমলিকা সিনহা নামের এক মহিলা শ্যামবাজারে মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজের উল্টোদিকে একটি বিয়েবাড়িতে এসেছিলেন। নিজের গাড়ি নিয়ে অনুষ্ঠানে এসেছিলেন। বিয়েবাড়িতে যাওয়ার আগে গাড়িতেই ল্যাপটপ রেখে চলে যান। ফিরে এসে দেখেন গাড়িতে ল্যাপটপ নেই। তখনই দেখতে পান, গাড়ির পিছনের সিটের বাঁদিকের জানলা ভাঙা। সেখান থেকে ল্যাপটপ চুরি হয়ে গেছে বলেই বুঝতে পারেন।
দ্রুত শ্যামপুকুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের শ্যামপুকুর থানা তদন্ত শুরু করে। এরপর অভিজিৎ প্রামাণিক নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পাশাপাশি চুরি যাওয়া ল্যাপটপটা পুলিশ উদ্ধার করে তারা।
