শনিবার ১৫ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৩৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: শেষ তিন ম্যাচে হারের হ্যাটট্রিক। হেড কোচ পাড়ি দিয়েছেন রাশিয়ায়। কয়েকদিন আগে ঘরের মাঠে মোহনবাগানের কাছে দুরমুশ হয়েছে। ১৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের লাস্ট বয় মহমেডান। রবিবারের ডার্বি জৌলুসহীন। শুধুমাত্র নামেই ডার্বি। আদতে ১১ বনাম ১৩ নম্বর দলের লড়াই। রবিবাসরীয় যুবভারতী হয়তো মাছি মারবে। তবে বিষয়টিকে তেমনভাবে দেখছেন না মেহরাজউদ্দিন ওয়াডু। এমন পরিস্থিতিতেও মহমেডানের হেড কোচের কাছে ডার্বির গুরুত্ব অপরিসীম। অস্কারের মতো মেহরাজের কাছেও সম্মানের লড়াই। রবিবার জিতে ফ্যান, পরিবার, ক্লাবের সদস্য সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান সাদা কালো ব্রিগেডের সহকারী কোচ। মেহরাজ বলেন, 'ডার্বি ক্লাবের সঙ্গে যারা জড়িত, সবার জন্যই গুরুত্বপূর্ণ। আমরা প্রাণ দিয়ে খেলব। আমরা ডার্বি হিসেবেই নিচ্ছি। টেবিলের কোন পজিশনে আছি সেটা গুরুত্বপূর্ণ নয়। ফ্যান, পরিবারের সদস্য, ক্লাব সদস্য সমর্থকদের জন্য এটা সম্মানের লড়াই। তাই অন্যান্য ডার্বির মতোই আমরা লড়াই করব।'
প্রথম থেকেই গোল করার সমস্যায় ভুগতে হচ্ছে মহমেডানকে। মার্কের অন্তর্ভুক্তিতে বাকি ম্যাচে কিছুটা আশার আলো দেখছেন মেহরাজ। তবে জানিয়ে দিলেন, ইস্টবেঙ্গলের মতো দলের বিরুদ্ধে গোল করা কঠিন। আইএসএলের প্রথম পর্বে ন'জনের ইস্টবেঙ্গলকে পেয়েও গোল করতে ব্যর্থ হয় মহমেডান। এবারও যে খুব সহজ হবে না, সেটা জানিয়ে রাখলেন আন্দ্রে চের্নিশভের ডেপুটি। তারওপর রক্ষণে সমস্যা। মোহনবাগানের বিরুদ্ধে শুরুতেই জোড়া গোল হজম করে সাদা কালো ব্রিগেড। তবে সেই ম্যাচের ইতিবাচক দিক ধরে এগোতে চান মহমেডানের সহকারী কোচ। মেহরাজ বলেন, 'আমরা মোহনবাগান ম্যাচ থেকে শিক্ষা নিয়েছি। ওরা শক্তিশালী দল। একাধিক ভাল প্লেয়ার আছে। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা দশজনে হয়ে যাওয়ার পর মাত্র একটা গোল খেয়েছি। এটা ইতিবাচক দিক।' সাধারণত ৭০ মিনিটের পর গোল হজম করছে মহমেডান। মেহরাজ জানালেন, ম্যাচের একটা নির্দিষ্ট সময়ের পর মনোসংযোগ হারাচ্ছে প্লেয়াররা। সেই কারণেই শেষদিকে গোল হজম করতে হচ্ছে। নব্বই মিনিট পর্যন্ত মনোযোগ ধরে রাখার বার্তা দিলেন। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল না খাওয়া তাঁদের স্ট্র্যাটেজি। সেক্ষেত্রে শেষ মিনিট পর্যন্ত জয়ের সম্ভাবনা থাকবে। কার্ডের জন্য কাসিমভকে পাবে না মহমেডান। যা সাদা কালো শিবিরের কাছে বড় ধাক্কা। তিনিই দলের ইঞ্জিন। তাঁর না থাকা বড় ক্ষতি। চোটের জন্য নেই আদিঙ্কা, জোসেফও। তবে সব প্রতিকূলতা উপেক্ষা করে, জয়ের জন্যই নামবে মহমেডান।
নানান খবর

নানান খবর

ঊরুতে চোট, মেসিদের বিরুদ্ধে খেলতে পারবেন না নেইমার

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরেই জোর ধাক্কা ভারতীয় শিবিরে, চাকরি ছাড়লেন এই সাপোর্ট স্টাফ

সপরিবারে ছুটি কাটাতে মালদ্বীপে রোহিত, ছবিতে ভরিয়ে দিলেন সোশ্যাল মিডিয়া

অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় লক্ষ্যের

শচীনের থেকে হোলি সারপ্রাইজ পেলেন যুবি, কী হল তারপর?

রোহিত বা বিরাট নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য কাকে কৃতিত্ব দিলেন পন্টিং?

রোহিত বা বিরাট নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য কাকে কৃতিত্ব দিলেন পন্টিং?

খারাপ সময় যেন কাটছেই না, কেরিয়ারে এবার বিরাট ধাক্কা, দু’বছরের জন্য ব্যান হ্যারি ব্রুক

কে বলল যুবরাজ অবসরে গিয়েছেন! অজিদের বিরুদ্ধে মাস্টার্স লিগে ফিরে এলেন সেই পুরনো যুবি, রইল তাঁর তাণ্ডবের ভিডিও

হাঁটুর অস্ত্রোপচার, চার মাস মাঠের বাইরে তারকা বোলার

হাঁটুর অস্ত্রোপচার, চার মাস মাঠের বাইরে তারকা বোলার

বড় ধাক্কা খেল পন্থের লখনউ, আইপিএলে বলই করতে পারবেন না ৩.৪ কোটির তারকা

শুরুতেই শেষ হয়ে গেল সিন্ধুর দৌড়, প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন হায়দরাবাদি কন্যা

'পিঠে আরেকটা চোট মানে কেরিয়ার শেষ', বুমরাকে আগাম সতর্ক করে দিলেন প্রাক্তন পেসার

রোহিত প্রশংসা করে 'নীরব নায়ক' বলেছিলেন, সেই শ্রেয়সকে নিয়ে অসন্তোষের কথা বললেন বিশ্বজয়ী দলের সদস্য

সিরিজ হবে ঠিকই ছিল, কিন্তু বাদ সাধল এই কারণ, রশিদ খানদের সঙ্গে খেলা বাতিল করল আয়ারল্যান্ড

'পাকিস্তান ক্রিকেট আসলে একটা জঙ্গল...', তোপ দাগলেন এবার প্রাক্তন কোচই