আজকাল ওয়েবডেস্ক: সাত বছর মাত্র বয়সেই মৃত্যু হল সকলের প্রিয় একটি সাদা ঘোড়ার। ডুবতে থাকা একটি মানুষকে বাঁচিয়ে বেশ কয়েকদিন ধরেই রোগ ভুগছিল ঘোড়া। আর লড়তে পারল না প্রাণীটি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে চীনে। 

 


ঘোড়াটির বেইলং নামে পরিচিত ছিল। এর অর্থ সাদা ড্রাগন। একটি মানুষকে বাঁচানোর পর ঘোড়াটি শেষ কিছুদিন ধরেই খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিল। তাঁকে চিকিৎসার জন্য পাঠানো হলেও বাঁচানো যায়নি আর। 

 


ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, ইলিবাই এবং বেইলং একসঙ্গে প্র্যাকটিস করছিলেন। সেই সময় দেখতে পান একজন নদীতে পড়ে গিয়েছেন। ওই ব্যক্তির মেয়ে নদীর ধারে দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। কিছু না ভেবেই ইলিবাই এবং বেইলং ওই ব্যক্তিকে উদ্ধার করতে জলে নেমে পড়েন। বেইলং প্রায় ৪০ মিটার জলে সাঁতার কেটে ওই ব্যক্তিকে ডাঙায় তুলে আসে। 

 


ইলিবাই জানিয়েছেন, মানুষটির প্রাণ বাঁচানো নিয়ে কোনও দ্বিধা বোধ করেননি। তিনি জানান, ব্রেইলিং যথেষ্ট স্মার্ট। একবার নির্দেশ দিতেই সে জলে ঝাঁপ দিয়েছিল। এরপর ডুবন্ত মানুষটিকে ডাঙায় নিয়ে আসতে সাহায্য করে। এর পর থেকেই রোগে ভুগছিল সে। জিনটাও প্রশাসন ইলিবাইয়ের সাহসিকতার প্রশংসা করেছেন। তাঁকে পুরস্কৃতও করা হবে। বেইলং-এর একটি মূর্তি স্থাপন করা হবে নদী সংলগ্ন জমিতে।