আজকাল ওয়েবডেস্ক : দেশি বোমাকে প্লাস্টিকের বল ভেবে তুলতে গিয়ে সেই বোমা বিস্ফোরণে গুরুতর আহত হল দুই শিশু। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে মুর্শিদাবাদের ডোমকল থানার জুড়ানপুর গ্রাম পঞ্চায়েতের কুশাবেড়িয়া হাট সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আহত দুই শিশুর নাম সায়ন মন্ডল (৮ )এবং শাহরুখ শেখ (১১)। আহত দুই শিশুরই বাড়ি কুশাবেড়িয়া গ্রামে। আহত দুই শিশুকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, কুশাবেড়িয়া হাট সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি অঞ্চল পার্টি অফিস রয়েছে। বুধবার বিকালে স্থানীয় আরও কয়েকজনের সাথে সায়ন এবং শাহরুখ ওই এলাকা থেকে প্লাস্টিক এবং কাঁচের বোতল তুলে নিয়ে যাচ্ছিল বিক্রি করার জন্য। সেই সময় ওই দুই নাবালক প্লাস্টিকের বলের মত দেখতে একটি জিনিস খুঁজে পায়। সেটিকে হাতে তুলতেই প্রচন্ড শব্দে ফেটে যায়। স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকাতে প্লাস্টিক এবং আবর্জনার মধ্যে বোমাটি লুকানো ছিল। বোমা বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম ওই দুই নাবালককে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। সম্প্রতি মুর্শিদাবাদের ফারাক্কাতেও বোমাকে বল ভেবে খেলতে গিয়ে গুরুতর আহত হয়েছিল তিন শিশু। মুর্শিদাবাদ জেলাতে বারবার পরিত্যক্ত বোমা বিস্ফোরণে শিশুদের আহত হওয়ার ঘটনা জেলায় শিশুদের নিরাপত্তাকে বড়সড় প্রশ্নের মুখে তুলে দিয়েছে।