বুধবার ১২ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

rebel councillors withdraw their no confidence motion against the Tufanganj Municipality Chairperson

রাজ্য | শীর্ষ নেতৃত্বের ধমক খেয়ে ২৪ ঘণ্টাতেই ভোলবদল বিক্ষুদ্ধ ১০ কাউন্সিলরের! তুফানগঞ্জ পুরসভার অপসারিত চেয়ারপার্সনকে পদে ফেরাল তৃণমূল

AD | ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৩০Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: অনাস্থা প্রস্তাব পাশের ২৪ ঘণ্টা কাটতে না কাটতে রাজ্য নেতৃত্বের ধমক খেয়ে ভোল বদল তুফানগঞ্জ পৌরসভার বিক্ষুব্ধ ১০ কাউন্সিলরদের। অনাস্থা প্রস্তাবের পরেও চেয়ারপার্সন কৃষ্ণা ঈশোর ও ভাইস চেয়ারম্যান তনু সেন বদল হচ্ছেন না। তুফানগঞ্জ পুরসভার ১২ জন কাউন্সিলরদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সেখানেই সিদ্ধান্ত হয় ফের কৃষ্ণা ঈশোরকেই পুরসভার চেয়ারপার্সন পদে ফিরিয়ে আনবে দল। সেই সিদ্ধান্ত মেনে নেন সকলে। তারপর বৈঠক শেষে জেলা সভাপতি অভিজিৎ সকল কাউন্সিলরদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন। 

সাংবাদিক বৈঠকে অভিজিৎ জানান, তুফানগঞ্জ পুরসভার কয়েকজন কাউন্সিলর চেয়ারম্যান কৃষ্ণা ঈশোর ও ভাইস চেয়ারম্যান তনু সেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন এমন খবর বেরিয়েছে। গতকাল কাউন্সিলররা বৈঠক করেছেন। তারা জানিয়েছিলেন আগামী ১৮ তারিখ পর অনাস্থা প্রস্তাব পাশ করবেন। ইতিমধ্যে দল সেখানে হস্তক্ষেপ করেছেন। আমরা পরপর তিনবার আলোচনা করি। আজ আবার সকল কাউন্সিলারদের নিয়ে চতুর্থ বৈঠক হয়। সেখানে কাউন্সিলারের সঙ্গে চেয়ারম্যানের যে ভুল বোঝাবুঝি ছিল তা মিটে যায়। এখন তারা আর অনাস্থা চাইছেন না। তিনি বলেন, ''চেয়ারম্যান কৃষ্ণা ঈশোরই থাকছেন। পৌরসভার কাজ যেমন ভাবে এতদিন চলছে, তেমনি চলবে। মানুষের মধ্যে একটা ভুল বার্তা গেল। এটা অনুভব করেছেন কাউন্সিলররা। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি চান আমরা সকলে মিলে এক সঙ্গে ভাইবোনের মতো করে কাজ করি মানুষের জন্য।'' তিনি আরও বলেন, ''২০২৬ সালের বিধানসভা ভোটে তুফানগঞ্জ পুরসভা এলাকায় বিভিন্ন কাজের মধ্য দিয়ে মানুষের আস্থা ও ভরসা অর্জন করতে হবে। এই বিধানসভা কেন্দ্রে আমরা লোকসভা ভোটে ৭০০০ ভোটে হেরেছি। তার মধ্যে তুফানগঞ্জ পুরসভা এলাকায় আমরা ৩৮০০ ভোটে হেরেছি। এই জায়গা থেকে আমাদের কভার করতে হবে। তাহলে আমরা এই বিধানসভায় আমাদের জয় নিশ্চিত হবে।'' 

গত ১৭ জানুয়ারি তুফানগঞ্জ পৌরসভার চেয়ারপার্সন কৃষ্ণা ঈশোরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেন বিক্ষুদ্ধ ১০ কাউন্সিলার। তা নিয়ে জেলা সভাপতির সঙ্গে বৈঠক করার পরেও অনাস্থা প্রস্তাবে অটল থাকেন কাউন্সিলরেরা। ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ভোল বদল ওই ১০ কাউন্সিলারের। 

সেই প্রসঙ্গে বলতে গিয়ে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুধাংশু শেখর সাহা বলেন, ''আমাদের সাথে চেয়ারপার্সনের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে আমরা তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলাম। গতকাল সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং অনাস্থা পাশের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৮ তারিখ তা পেশ করা হত। কিন্তু রাজ্য নেতৃত্ব ও জেলা সভাপতির হস্তক্ষেপে আমরা বিষয়টি নিয়ে বৈঠকে বসি। সেখানে আমাদের যে ভুল বোঝাবুঝি ছিল তা মিটে গিয়েছে। আগে যিনি চেয়ারপার্সন ছিলেন তিনি থাকবেন। আমরা তাঁর নেতৃত্বে তুফানগঞ্জ পুরসভার উন্নয়ন আরও এগিয়ে নিয়ে যাব।'' 


TufanganjMunicipalityNoConfidenceMotionTMC

নানান খবর

নানান খবর

৫০ বছর পর মালদার গঙ্গার নদীর চরে দেখা মিলল বিরল অস্ট্রেলাসিয়ান গ্রাস আউলের

বেসরকারি স্কুলে লাগামহীন বেতন, নিয়ন্ত্রণে বিল আনবে রাজ্য সরকার, বিধানসভায় জানালেন ব্রাত্য

আচমকাই বিকট শব্দে কেঁপে উঠল স্কুল, মিড ডে মিলের রান্নার সময় প্রেসার কুকার ফেটে ভয়াবহ দুর্ঘটনা

ফরাসি শাসন মুক্তির ৭৫তম বর্ষ, চন্দননগরে পথচলা শুরু হল হেরিটেজ রিসার্চ সেন্টারের

তিন গুণ বেশি পার্কিং ফি নেওয়া হচ্ছে এই রেল স্টেশনে, ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা

জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মুম্বইয়ে বিষাক্ত গ্যাসে মৃত মুর্শিদাবাদে চার পরিযায়ী শ্রমিক

সাইকেল নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে রক্তাক্ত দেহ উদ্ধার, পিটিয়ে মারার অভিযোগ, গ্রেপ্তার এক অভিযুক্ত

যাদবপুর-কাণ্ড নিয়ে সরব, শিক্ষাপ্রাঙ্গণকে নৈরাজ্য মুক্ত করতে ডাক রাজ্যের অধ্যাপক সংগঠনের

ফুচকা বানাতে গিয়েই বড় বিপদ, পরিস্থিতি সামলাতে ছুটল দমকলের ইঞ্জিন

রাজ্য বিজেপিতে বড় ধাক্কা, তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল

পূর্ণবয়স্ক দুই পুরুষ হাতির ধুন্ধুমার লড়াইয়ের সাক্ষী বাগডোগরা, কী ঘটল তারপর?

কেন্দ্রের বঞ্চনার অভিযোগ নিয়ে এবার পথে কোল ইন্ডিয়ার পেনশনভোগীরা! পেনশন মাত্র ৪৯ টাকা!

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ভেতরেই আত্মঘাতী রোগী 

ব্যারাকপুর কমিশনারেটের তৎপরতায় নিমতা থানার সহযোগে অবশেষে দিল্লি থেকে গ্রেপ্তার মাকে হত্যাকারী ছেলে ও তাঁর বউ !

চন্দ্রকোনায় ভয়াবহ পথ দুর্ঘটনা, বাস ও মারুতির মুখোমুখি সংঘর্ষে জখম ৪


সোশ্যাল মিডিয়া