আজকাল ওয়েবডেস্ক: পকেটে ফোন। তা নিয়ে বাসে, ট্রেনে, সুপার মার্কেটে, পাড়ার দোকানে ঘুরে বেড়াচ্ছেন যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধা। এ বড় স্বাভাবিক ঘটনা এখনকার দিনে। উন্নত প্রযুক্তির যুগে হাতে ফোন প্রায় সকলের। যাতায়াতের সময় বেশিরভাগজন ফোন জামা কিংবা প্যান্টের পকেটেই রাখেন। কিন্তু আচমকা সুপার মার্কেটের মধ্যে যুবতীর সঙ্গে যা হল, ভিডিও দেখে চমকে যাচ্ছেন নেটিজেনরা।

ঘটনাস্থল ব্রাজিলের সুপার মার্কেট। অন্যান্য দিনের মতোই সেখানে কেনাকাটার জন্য গিয়েছিলেন অনেকেই। ছিলেন এক যুবতীও। যুবতীর জিন্সের পকেটে ছিল তাঁর দামী মোবাইল। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গিয়েছে, আচমকা পকেটে থাকা ফোন থেকে আগুন জ্বলে ওঠে যুবতী কিছু বোঝার আগেই।

যুবতীর স্বামী দাঁড়িয়েছিলেন পাশেই। ঘটনায় হকচকিয়ে যান তিনি। আগুন নেভানোর চেষ্টা করেন। সুপার মার্কেটেও মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যুবতীও আতঙ্কে, ভয়ে চিৎকার করতে শুরু করেন। 

ব্যাপকহারে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই ভিডিও। জানা গিয়েছে যুবতী মোটরোলা মোটো ই-৩২ ফোন ব্যবহার করতেন। জানা গিয়েছে, যুবতীর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়েছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, চলছে চিকিৎসা।