শনিবার ১৫ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর

Kaushik Roy | ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ২১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সামনে এল ভারতের অস্ট্রেলিয়া সফরের এক বিস্ফোরক তথ্য। জানা গিয়েছে, বর্ডার গাভাসকার ট্রফি খেলতে ভারতীয় দল যখন অস্ট্রেলিয়া রওনা দেয় তখন দলেরই এক ক্রিকেটার অতিরিক্ত লাগেজ নিয়ে গিয়েছিলেন। জানা গিয়েছে, বিপুল পরিমাণ লাগেজে শুধু তাঁর একারই নয়, পরিবার সহ ব্যক্তিগত জিনিসও ছিল সেখানে। কিন্তু বেশি লাগেজের ফাইন ভরতে হয়েছিল বিসিসিআইকেই। তবে সম্প্রতি এক নতুন নিয়ম চালু করেছে বোর্ড। সেখানে বিদেশ সফরে খেলোয়াড়দের ব্যাগের ওজনের উপর সীমা নির্ধারণ করা হয়েছে। এক রিপোর্ট অনুযায়ী, এই নিয়ম চালু করার মূল কারণই ছিল কিছু ক্রিকেটারের অতিরিক্ত লাগেজ বহন করা।
নতুন নিয়ম অনুযায়ী, বোর্ড ক্রিকেটারদের জন্য সর্বাধিক ১৫০ কেজি পর্যন্ত ব্যাগ বহনের খরচ বহন করবে। তবে বিজিটি খেলতে যাওয়ার সময় এক ক্রিকেটার ২৭টিরও বেশি ব্যাগ নিয়ে গিয়েছিলেন, যার ওজন ২৫০ কেজির বেশি হয়ে যায়। আশ্চর্যের বিষয়, শুধু সেই খেলোয়াড়ই নয়, তার পরিবারের সদস্য ও ব্যক্তিগত স্টাফদের ব্যাগও বিসিসিআইয়ের খরচে বহন করা হয়েছিল। রিপোর্টে বলা হয়েছে, বিপুল পরিমাণ ওই লাগেজের মধ্যে ১৭টি ব্যাট ছিল, এছাড়া খেলোয়াড়ের পরিবারের সদস্য ও স্টাফদের বিভিন্ন জিনিসপত্রও ছিল।
ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম বলছে, খেলোয়াড়দের পরিবারের ও ব্যক্তিগত স্টাফদের ব্যাগ আলাদাভাবে বহন করা হয়। কিন্তু এই নির্দিষ্ট খেলোয়াড় তাঁর ব্যাগের সঙ্গেই সেগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। শুধু ভারত থেকে যাওয়ার সময়ই নয় গোটা অস্ট্রেলিয়া সফরেই ওই ক্রিকেটারের পরিবারের সদস্যদের যাবতীয় লাগেজের খরচ বহন করে বিসিসিআই। অস্ট্রেলিয়ার এক শহর থেকে অন্য শহরে যাওয়ার ক্ষেত্রেও বোর্ড এই অতিরিক্ত খরচ বহন করতে বাধ্য হয়।
খরচের সঠিক পরিমাণ জানা না গেলেও অনুমান করা যায় প্রায় লাখখানেক টাকা অতিরিক্ত মাশুল দিতে হয়েছে বোর্ডকে। তবে বিজিটির পর কড়া নিয়ম এনেছে বোর্ড। জানানো হয়েছে, এবার থেকে পরিবার আর দলের সঙ্গে থাকতে পারবে না এক হোটেলে। নিজস্ব খরচে আলাদা ভাবে থাকতে হবে তাঁদের। বিদেশ সফর চলাকালীন সমস্ত ক্রিকেটারদের টিম বাসে ভ্রমণ করতে হবে এবং ব্যক্তিগত ভ্রমণের কোনও অনুমতি দেওয়া হবে না।
নানান খবর

নানান খবর

ঊরুতে চোট, মেসিদের বিরুদ্ধে খেলতে পারবেন না নেইমার

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরেই জোর ধাক্কা ভারতীয় শিবিরে, চাকরি ছাড়লেন এই সাপোর্ট স্টাফ

সপরিবারে ছুটি কাটাতে মালদ্বীপে রোহিত, ছবিতে ভরিয়ে দিলেন সোশ্যাল মিডিয়া

অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় লক্ষ্যের

শচীনের থেকে হোলি সারপ্রাইজ পেলেন যুবি, কী হল তারপর?

রোহিত বা বিরাট নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য কাকে কৃতিত্ব দিলেন পন্টিং?

রোহিত বা বিরাট নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য কাকে কৃতিত্ব দিলেন পন্টিং?

খারাপ সময় যেন কাটছেই না, কেরিয়ারে এবার বিরাট ধাক্কা, দু’বছরের জন্য ব্যান হ্যারি ব্রুক

কে বলল যুবরাজ অবসরে গিয়েছেন! অজিদের বিরুদ্ধে মাস্টার্স লিগে ফিরে এলেন সেই পুরনো যুবি, রইল তাঁর তাণ্ডবের ভিডিও

হাঁটুর অস্ত্রোপচার, চার মাস মাঠের বাইরে তারকা বোলার

হাঁটুর অস্ত্রোপচার, চার মাস মাঠের বাইরে তারকা বোলার

বড় ধাক্কা খেল পন্থের লখনউ, আইপিএলে বলই করতে পারবেন না ৩.৪ কোটির তারকা

শুরুতেই শেষ হয়ে গেল সিন্ধুর দৌড়, প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন হায়দরাবাদি কন্যা

'পিঠে আরেকটা চোট মানে কেরিয়ার শেষ', বুমরাকে আগাম সতর্ক করে দিলেন প্রাক্তন পেসার

রোহিত প্রশংসা করে 'নীরব নায়ক' বলেছিলেন, সেই শ্রেয়সকে নিয়ে অসন্তোষের কথা বললেন বিশ্বজয়ী দলের সদস্য

সিরিজ হবে ঠিকই ছিল, কিন্তু বাদ সাধল এই কারণ, রশিদ খানদের সঙ্গে খেলা বাতিল করল আয়ারল্যান্ড

'পাকিস্তান ক্রিকেট আসলে একটা জঙ্গল...', তোপ দাগলেন এবার প্রাক্তন কোচই