সোমবার ১৭ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ১২ : ৫৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: চর্চায় মোদির মার্কিন সফরে বিদেশি অতিথিদের উপহারের তালিকা। ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ব্লেয়ার হাউসে টেসলা কর্তা ইলন মাস্ক ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় প্রধানমন্ত্রী। ইলন মাস্ক এ দিন তাঁর ১২ সন্তানের মধ্যে তিন জনকে নিয়ে দেখা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। বৈঠক শেষে ইলন মাস্কের সন্তানদের হাতে বিশেষ উপহার তুলে দেন মোদি। জানা গিয়েছে, উপহারের নানা সামগ্রীর মধ্যে ছিল তিনটি বই, রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু সাহিত্য, আরকে নারায়ণের কালেকশন ও বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র।
মাস্ক ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এক্স হ্যান্ডেলারে সেইসব ছবি নিজের শেয়ার করেছেন প্রধানমন্ত্রী মোদি। সেইসব ছবিতে মাস্কের শিশু সন্তানদের ওই তিনটি বই পড়তে দেখা গিয়েছে। ওই পোস্টে প্রদানমন্ত্রী লিখেছেন, "মিস্টার ইলন মাস্কের পরিবারের সঙ্গে দেখা করা এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা বেশআনন্দের ছিল।"
ধনকুবের ইলন মাস্ক-ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইলন মাস্কের পোস্ট করা ছবি থেকে দেখা গিয়েছে, টেসলা কর্তা প্রধামমন্ত্রীর হাতে একটি কালো, চকচকে, ষড়ভুজ টাইলস গোছের কোনও স্মারক তুলে দিচ্ছেন। কিন্তু কী আছে এই স্মারকে?
মোদিকে মাস্কের উপহার-
নেটিজ়েনদের চর্চা, বিশ্বের সেরা ধনকুবের যখন তখন উপহারও হবে বহুমূল্য ও বিশেষ কিছু। এক নেটিজ়েন লিখেছেন, "এটা মনে হয় ঈগল ইনসিগনিয়া।" কারও দাবি, "এটা টেসলার সাইবারট্রাক মডেল।" অন্য এক নেটিজ়েনের দাবি, স্পেস এক্স স্টারশিপ উৎক্ষেপণের সময় তাপ নিরোধক যে বিশেষ ঢাল ব্যবহার করেছিল, সেই টাইলসের অংশই বিশেষ আকার দিয়ে মেমেন্টো তৈরি করে মোদীকে দিয়েছেন মাস্ক।
মাস্ক-মোদি কী নিয়ে আলোচনা?
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সরকারী বিবৃতিতে বলা হয়েছে যে দু'জন উদ্ভাবন, মহাকাশ অনুসন্ধান, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভারতীয় ও মার্কিন সংস্থাগুলির মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। তাদের আলোচনায় উদীয়মান প্রযুক্তি, উদ্যোক্তা এবং সুশাসনে সহযোগিতা আরও গভীর করার সুযোগগুলিও তুলে ধরা হয়েছে।
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা এবং বিদেশ সচিব বিক্রম মিস্রি। হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী মোদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার কয়েক ঘন্টা আগে এই বৈঠক হয়েছিল।
নানান খবর

নানান খবর

যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডো ও ঝড়ে বিধ্বস্ত বহু ঘরবাড়ি, ৩২ জনের মৃত্যু

মায়ের প্রতি সন্তানের প্রেম নজর কাড়ল নেটপাড়ায়, দেখুন ভিডিও

পাহাড় থেকে নিচে পড়েও জীবন রক্ষা, এই মহিলার কাহিনী সকলকে অবাক করেছে

এ গ্রামের মহিলাদের সকলেরই চুলের দৈর্ঘ্য পাঁচ-ছয় ফুট! জীবনে মাত্র একবারই চুল কাটেন, ব্যবহার করেন বিশেষ শ্যাম্পু,

উত্তর মেসিডোনিয়ার কোচানিতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৫১ জন

বিয়ের অনুষ্ঠানে অদ্ভুত নিয়ম, ডিনারের জন্য দিতে হবে দাম! রেগে আগুন আমন্ত্রিতরা

কম্পিউটারের যুগে হাতের লেখায় তাক এই খুদের, জানুন তার পরিচয়

কাঁধে সামান্য খোঁচা থেকে ভয়ঙ্কর পরিণতি যুবকের, শুনলে শিউরে উঠবেন আপনিও!

বজ্রপাতের তাপমাত্রা সূর্যের চেয়েও বেশি! বিজ্ঞানীদের অকল্পনীয় আবিষ্কার

চাবি কি হারিয়ে গিয়েছে! এখানে গেলেই মিলবে প্রচুর চাবি, রইলো ভিডিও

বিকিনি পরে প্রথম দেখা, সত্তর বছরের বৃদ্ধার সঙ্গে চল্লিশের যুবকের নজিরবিহীন প্রেম

গ্রিন কার্ড থাকলেও অনির্দিষ্টকালের জন্য আমেরিকায় থাকা যাবে না! বিভ্রান্তি বাড়ালেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইউক্রেনীয় সৈন্যদের জীবন বাঁচাতে পুতিনের কাছে জোরাল আর্জি ট্রাম্পের! যুদ্ধ নিয়ে কীসের ইঙ্গিত?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণ, স্থানীয় ইসলামপন্থী নেতা-সহ গুরুতর জখম চারজন

প্রশান্ত মহাসাগরকে গ্রাস করছে গরম বাতাস, এগিয়ে আসছে এল নিনো