নিজস্ব সংবাদদাতা: প্রেমের মরশুমে চারিদিকে যেন ভালবাসার গন্ধ ছড়িয়ে। বসন্ত বাতাসে প্রেমের রঙ ছড়িয়েছে নবদম্পতি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্যের মনেও। সদ্য পরিণতি পেয়েছে তাঁদের প্রেম।
বৈদিক মতে চার হাত এক হয়েছে জুটির। ধারাবাহিকের ফ্লোর থেকে আলাপ এবং প্রেম পর্বের পরিণতি ছাদনাতলায়। সেই মুহূর্তে আবেগপ্রবণ হয়ে শ্বেতার চোখ ভরে উঠেছিল আনন্দাশ্রুতে। একে অপরের হাতে হাত রেখে সারাজীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন দু'জন।
অন্যবারের তুলনায় এবারের প্রেম দিবস একটু অন্যরকম শ্বেতা-রুবেলের কাছে। বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন নিয়ে কী প্ল্যান জুটির? আজকাল ডট ইন-কে শ্বেতা বলেন, "প্রতি বছর এই দিনটা একসঙ্গে কাটানোর চেষ্টা করি। ভ্যালেন্টাইন সপ্তাহের প্রতিটা দিন আগে পালন করতাম এখন সেটা আর হয়ে ওঠে না। শুটিংয়ের চাপ প্রচুর, তাই কাজ সেরে একসঙ্গে বাইরে ডিনারে যাব ভেবেছি।"
শ্বেতার কথায়, "বিয়ের পর এখনও সেভাবে কিছু বদলায়নি আমার জীবনে। আগে এই দিনটা শুধু রুবেলের সঙ্গে কাটাতাম। এখন ভালবাসার প্রতিটা মানুষের মাঝে থাকি। সবার সঙ্গে এই দিনটা কাটাব ঠিক করেছি।"
