আজকাল ওয়েবডেস্ক: ভারতের অন্যতম মিউজিক স্ট্রিমিং অ্যাপ, উইঙ্ক সম্প্রতি ভারতের সেরা শিল্পীদের অ্যালবাম এবং গানের ঘোষণা করেছে৷ সেই অনুযায়ী বিগত বছরে ভারতের জনপ্রিয় প্লেব্যাক গায়ক হলেন অরিজিৎ সিং। গত বছরে উইঙ্ক মিউজিকে সবচেয়ে বেশি স্ট্রিম করা হয়েছে তাঁরই গান। প্রথমেই রয়েছে দেব ও রুক্মিণী মৈত্র অভিনীত "কিশমিশ" ছবির গান "অবশেষে।" এছাড়াও, তালিকায় রয়েছে, "ফাটাফাটি" ছবি থেকে "জানি অকারণ" । এর পরে "বেঙ্গলি টপ ২০", "পপ টপ ২০" এবং "খোকাবাবু" হল ২০২৩ সালের সবচেয়ে বেশি স্ট্রিম করা বাংলা প্লেলিস্ট।
অরিজিৎ সিং এবং কৌশিক-গুড্ডুর ""এভাবে কে ডাকে", "জিয়া তুই ছাড়া", অরিজিৎ সিং এবং রণজয় ভট্টাচার্য-এর "আলাদা আলাদা" (অর্ধাঙ্গিনী ছবি থেকে) গানগুলোও জায়গা করে নিয়েছে শ্রোতাদের মনে।
উইঙ্ক স্টুডিও, ভারতের স্বাধীন শিল্পীদের জন্য বৃহত্তম সঙ্গীত প্ল্যাটফর্ম। প্রায় ১৩০০ জন শিল্পী এই মাধ্যমে সক্রিয়। সকলেই জনপ্রিয়। তবে সেরার সেরা অরিজিৎ সিং। সংস্থার নতুন পর্যালোচনায় উঠে এসেছে তেমনই তথ্য। বাংলা হোক বা হিন্দি - অরিজিৎ মানেই হিট মেশিন। সে কথা আরও একবার নিজের নিষ্ঠা দিয়েই প্রমাণ করলেন গায়ক।