সংবাদ সংস্থা মুম্বই: রাত পোহালেই প্রেম দিবস। ভালবাসা উদ্‌যাপনের দিন। প্রেমের উৎসব উদ্‌যাপন করতে ইতিমধ্যেই প্রস্তুতি সেরে ফেলেছেন সাধারণ মানুষ থেকে তারকারা। ভালবাসার উৎসবকে আরও একটু রঙিন করে তুলতে একবার করিনার জন্য সইফ যা করেছিলেন, তা শুনে চোখ কপালে উঠবে আপনার। সম্প্রতি, সেই ঘটনার কথা ফাঁস করলেন আমিশা প্যাটেল। 

 

১২ বছর পেরিয়েছে সইফ-করিনার বিয়ের বয়স। তবু এখনও একে অপরকে চোখে হারান তাঁরা। তাঁদের জুটিকে অন্যতম পারফেক্ট বলি-কাপলের তকমা দেওয়া হয়েছে। অনুরাগীরা কখনও সখনও তাঁদের ভালবেসে ‘সেফিনা’ বলেও ডাকেন। তাহলে ভাবুন, সম্পর্কের শুরুতে কেমন মাখোমাখো রসায়ন ছিল এই জুটির? আরও কতটা ভালবাসার উষ্ণতার আঁচে নিজেদের সেকেঁছেন সইফ-করিনা? সম্প্রতি, এক সাক্ষাৎকারে একটি ঘটনার কথা জানিয়েছেন আমিশা প্যাটেল। “তখন করিনার সঙ্গে সদ্য সম্পর্ক শুরু হয়েছে সইফের। এদিকে, সইফের সঙ্গে থোড়া প্যায়ার থোড়া ম্যাজিক ছবির শুটিং করছি আমি। আমাদের শুটিংয়ের মধ্যে ছিল ভ্যালেন্টাইনস ডে। এমন সময় সইফ একদিন আমার কাছে এসে বলল, ‘আমিশা শোনো, এই প্রেম দিবস আমি করিনার সঙ্গে লস অ্যাঞ্জেলেসে কাটাতে চাই। ওইদিন তাঁকে নিয়ে ওই শহরে নিজেদের মতো একটু সময় কাটাব। আমি আদি (প্রযোজক আদিত্য চোপড়া)কে বলেছি কথাটা। ওঁর সমস্যা নেই। ও শুধু বলেছে, আমি যেন তোমার সঙ্গে শুটিংয়ের ডেটগুলো একটু মিলিয়ে নিয়ে একটা বন্দোবস্ত করে নিই। এবার তুমি যদি একটু আমাকে সাহায্য করো।’ তো, আমি করেছিলাম। আমিও নিজের শুটিংয়ের ডেট ওর সঙ্গে সামাল দিয়ে দিয়েছিলাম। ব্যস! ও সোজা উড়ে গেল লস অ্যাঞ্জেলেসে স্রেফ ভালবাসার দিবসটা করিনার সঙ্গে কাটাবে বলে।”