নিজস্ব সংবাদদাতা: 'বাতাসে গুনগুন এসেছে ফাগুন.….'- প্রেমের মাসে এই গান যেন আজও মনে শীতল হাওয়া বইয়ে দেয়। বহু বসন্ত কাটিয়ে এখন প্রেমের মাস কীভাবে উদ্যাপন করেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়? সময় বদলেছে, বেড়েছে বয়স, তার সঙ্গে প্রেমের ধরনও বদলেছে অভিনেতার জীবনে, জানালেন সে কথাই।
সারা বছরই জীবনে প্রেম থাকলেও ফেব্রুয়ারি মাসে যেন প্রেম আরও বেড়ে যায়। অভিনেতা কি প্রেম দিবস পালন করেন? অভিনেতার কথায়, "সরস্বতী পুজো আসলে বাঙ্গালিদের আসল প্রেম দিবস। আগে ভ্যালেন্টাইন্স ডে'র রমরমা সেভাবে না থাকলেও সরস্বতী পুজোয় একা থাকা মানেই মন খারাপ।"
রাহুল বলেন, "তারিখ মেনে প্রেম দিবস পালন করার তাগিদ এক সময় প্রচুর ছিল। তবে এখন আর সেভাবে কিছু করা হয় না। এখন প্রেমের মানেটা বদলে গিয়েছে আমাদের কাছে। আমার বা প্রিয়াঙ্কা দু'জনের কাছেই প্রথম ভালবাসা এখন সহজ। সহজকে ঘিরেই সবকিছু, ওকে নিয়েই প্রত্যেকটা দিন ভালবাসার। ওর জন্য প্রত্যেকটা দিন কতটা স্পেশাল করে তুলতে পারি, সেটাই চেষ্টা করি আমরা দুজনেই।"
বিচ্ছেদের পরও পুরনো প্রেমকে নতুন করে ফিরে পাওয়া যায়, তার নজির গড়েছেন রাহুল-প্রিয়াঙ্কা। বিচ্ছেদ, তিক্ততা সব ভুলে ছেলে সহজের জন্য নতুন করে সংসার গড়েছেন দু'জনে।
