আজকাল ওয়েবডেস্ক: তথ্যপ্রযুক্তির দিক থেকে দেশের রাজাধানী বেঙ্গালুরু। এ শহরে ট্রাফিকের কথা কারওরই অজানা নয়। ব্যস্ত কর্মজীবনের মাঝে কেউই হাতে বিশেষ সময় পান না। বেঙ্গালুরুর রাস্তায় এমনই একটি ঘটনা দেখা গেল যা দেখে সকলেরই চক্ষু ছানাবড়া। গাড়ি চালানোর সময়ও অফিসের কাজ করে চলেছেন এক মহিলা। তাঁর সেই কীর্তির ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। এমনকি পদক্ষেপ করতে হয়েছে পুলিশকেও।
ভিডিওতে দেখা যাচ্ছে, চলন্ত গাড়ির স্টিয়ারিং এক হাতে ধরে ল্যাপটপে মগ্ন হয়ে কাজ করছেন এক মহিলা। জানা গিয়েছে, অফিসে লগ ইন করার সময় হয়ে যাওয়ায় এই কাণ্ড ঘটিয়েছেন ওই মহিলা। সেই সময় মহিলার গাড়ির পাশ দিয়ে যাওয়া একজন বাইকচালক ভিডিও তুলে নেন। এরপরেই তা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। পুলিশের নজরে ওই ভিডিওটি এলে তড়িঘড়ি মহিলার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পুলিশ ওই মহিলাকে ১০০০ টাকা জরিমানা করেছে।
পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক এক্স হ্যান্ডলে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে পরামর্শ দিয়ে লিখেছেন, ''গাড়ি চালানোর সময় ওয়ার্ক ফ্রম হোম বা ওয়ার্ক ফ্রম অফিস না করতে।'' এমনকি ওই মহিলার মুখ ঝাপসা করে জরিমানা হস্তান্তরের ছবিও শেয়ার করা হয়েছে পুলিশের তরফ থেকে। যদিও এই বিষয়ে ওই মহিলার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
