নিজস্ব সংবাদদাতা: পর পর প্রত্যেক সপ্তাহে ছক্কা হাঁকিয়ে চলেছে জি বাংলার 'পরিণীতা'। ৮.১ নম্বরে 'বাংলা সেরা'র খেতাব জিতল এই 'পারুল-রায়ান'-এর গল্প। দ্বিতীয় স্থানে রয়েছে এক সময়ের সেরার সেরা ধারাবাহিক 'ফুলকি'। চলতি সপ্তাহে এই মেগার প্রাপ্ত নম্বর ৭.৫ । 'ফুলকি-রোহিত'-এর প্রেম উপচে পড়ছে এখন। পাহাড়ের বুকে ভালবাসার মরশুমে দর্শকের নজর কেড়েছে তারা। তৃতীয় স্থানে রয়েছে 'কথা'। ৭.২ নম্বরে এবারেও নিজের জায়গা হারাল এই ধারাবাহিক।
চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসা ও জি বাংলার দুই মেগা 'গীতা এলএলবি' ও 'কোন গোপনে মন ভেসেছে'। যৌথভাবে এই দুই মেগার প্রাপ্ত নম্বর ৭.০। ৬.৯ নম্বরে পঞ্চমে রয়েছে 'জগদ্বাত্রী'। গল্প যে কোন খাতে বইবে তা এখনও দর্শকের ধরাছোঁয়ার বাইরে।
৬.৫ নম্বরে ষষ্ঠ স্থানে রয়েছে 'রাঙামতি তিরন্দাজ'। ৬.০ পেয়ে সপ্তমে রয়েছে 'মিত্তির বাড়ি'। 'ধ্রুব-জোনাকি'র খুনসুটি দারুণ মনে ধরেছে দর্শকের। এদিকে, ধ্রুবকে মনের কথা বলতে এক ধাপ এগিয়ে আসে জোনাকি। এই গল্পেই দর্শকের মনে টানটান উত্তেজনা তৈরি করেছে এই মেগা। ৫.৮ নম্বরে অষ্টমে রয়েছে 'উড়ান'। নবমে ৫.৫ নম্বরে রয়েছে 'আনন্দী'। দশম স্থানে রয়েছে 'গৃহপ্রবেশ'। প্রাপ্ত নম্বর ৫.২।
অন্যদিকে, দর্শকদের মনোরঞ্জনের জন্য প্রতিটা গল্পে আসছে নতুন চমক। এদিকে পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে নতুন ধারাবাহিকও। এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে 'সেরার সেরা' হওয়ার লড়াইয়ে কোন ধারাবাহিক এগিয়ে থাকবে?
