আজকাল ওয়েবডেস্ক: ইন্দোনেশিয়াতে শুরু হল কাজের সময়ের নতুন টাইমটেবিল। সেখানকার সরকার জানিয়ে দিয়েছে সপ্তাহে চারদিন ধরে সকল অফিস বা অন্যত্র সকলে কাজ করবে। চারদিনের বেশি কাউকে কাজ করানো যাবে না। এরপরই সেখানে তৈরি হয়েছে বিরাট শোরগোল।
এরফলে সেখানকার কর্মচারীরা বেশ খুশি হয়েছেন। অন্যদিকে আরেকদল কর্মীরা জানিয়েছেন এতে বহু মানুষ কাজ হারাবেন। ফলে সেখানে প্রতিষ্ঠানগুলি তাদের উপর এবার থেকে বাড়তি চাপ দেবে। ইন্দোনেশিয়ার সরকার জানিয়ে দিয়েছে সারাদিন কাজ করতে গিয়ে কর্মচারীরা নিজের পরিবারের সঙ্গে থাকতে সময় পান না। ফলে নতুন এই ব্যবস্থার ফলে তারা বাড়িতে বেশি সময় কাটাতে পারবেন। এটিকে একটি পাইলট প্রোজেক্ট হিসাবে দেখছেন তারা।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যদি বেসরকারি প্রতিষ্ঠানগুলি চায় তাহলে তারা কর্মীদেরকে দিনে ১০ ঘন্টা ধরে কাজ করাতে পারে। ফলে সপ্তাহে তারা ৪০ ঘন্টা কাজ করতে পারবে। এরপর সেখানকার প্রতিষ্ঠানগুলির পক্ষ থেকে বলা হয়েছে তারা যেন বিষয়টি নিয়ে আরও একবার চিন্তাভাবনা করে। কারণ যদি এই নিয়ম সর্বত্র কাজ করতে শুরু করে দেয় তাহলে তাদের প্রতিষ্ঠানগুলি লোকসানের পথে যাবে। ফলে সেখানে তাদের প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া ছাড়া কোনও উপায় থাকবে না।
সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের একটি সংঘর্ষ হতে চলেছে। এমন পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে তাহলে ইন্দোনেশিয়ায় আগামীদিনে কাজের ক্ষেত্রে বিরাট সমস্যা তৈরি হবে। যদি চারদিন ধরে কাজ করার নিয়ম চালু হয়ে যায় তাহলে এই চারদিন যদি কাজের সময় বাড়ানো না হয় তাহলে বেসরকারি প্রতিষ্ঠানগুলি বিরাট ক্ষতির সামনে পড়বে। সেখানে ইন্দোনেশিয়ার প্রচুর মানুষ কাজ হারাবেন। সেখান থেকে সরকার নিজে যদি দায়িত্ব নিয়ে সকলকে কাজের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে তাদের কাজের পরিবেশ বজায় থাকবে।
বিষয়টি নিয়ে নতুনভাবে সকলকে ভাবতে বলেছে ইন্দোনেশিয়া সরকার। তাদের পক্ষ থেকে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলি এতদিন ধরে প্রচুর লাভ নিজের ঘরে তুলেছে। সেখানে যদি কিছু সময় তারা সেই লাভের টাকা কমিয়ে দেয় তাহলে খুব একটা অসুবিধা হবে না।
