আজকাল ওয়েবডেস্ক: বয়স ৩২। হন্যে হয়ে খুঁজছিলেন কাজ। বহু চেষ্টায় সেই কাজ মিলল। কিন্তু কাজ পাওয়ার স্রেফ ১০ মিনিটের মধ্যে ছেড়ে দিলেন যুবতী। জানিয়ে দিলেন, ‘এই কাজ করতে পারব না।‘ কী এমন কাজ মিলেছিল, যাতে ছেড়ে দিতে হল।


ওই যুবতী ব্রিটেনের বাসিন্দা। অস্ট্রেলিয়া জুড়ে একটা সময় ঘুরে বেড়িয়েছেন তিনি। সাম্প্রতিককালে একটি কাজের জন্য ঘুরছিলেন হন্যে হয়ে নানা জায়গায়। বহ জায়গায় ইন্টারভিউ দিয়েছেন। পরে কাজ পেয়েও যান।

কাজ পান এক চাইল্ড কেয়ার সেন্টারে। অর্থাৎ যেখানে শিশুদের দেখভাল করতে হয়। চাকরির শুরুতেই এক কক্ষের দেখভাল করতে বলে হয়েছিল। যেখনে ওই যুবতী ছাড়াও ছিল অন্তত ১০টি শিশু। চারদিকে শিশুদের কান্নার আওয়াজ শুনে ১০ মিনিটেই তিনি বুঝতে পারেন এই কাজ তাঁর জন্য নয় কোনওভাবেই। কোনও সময় নষ্ট না করেই তৎক্ষণাৎ চাকরি ছেড়ে দেন। 

ওই যুবতীর নাম সোফিয়া ওয়ার্ড। সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা জানিয়েছেন তিনি। সেখানেই লিখেছেন, আগে কখনও বাচ্চাদের দেখভাল করেননি। কয়েক মুহূর্তেই বুঝে গিয়েছিলেন এই কাজ তাঁর জন্য নয়। এতটাই দ্রুততার সঙ্গে তিনি ওই জায়গা ছেড়ে বেরিয়ে যান, যে টিফিন বক্স, খাবার সব সেখানেই ভুলে আসেন। 

তিনি একই সঙ্গে জানিয়েছেন, অন্তত একশ জায়গায় তিনি চাকরির জন্য আবেদন করেছিলেন। কোথাও অনলাইনে, কোথাও নিজে গিয়ে। কোথাও চাকরি না মেলায় তিনি শেষমেশ শিশুদের রক্ষণাবেক্ষনের জন্য রাজি হন। কিন্তু পরিস্থিতি বিচারে সেই কাজ পেয়েও করতে পারলেন না।