আজকাল ওয়েবডেস্ক: ফের ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু আতঙ্ক। ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশে জারি হয়েছে সতর্কতা। তাতে বলা হয়েছে, এবার থেকে সতর্ক থাকতে হবে মুরগির মাংস, ডিম খাওয়ার আগে। মাংস এবং ডিমের নিরাপদ ব্যবহারের কথা জানানো হয়েছে।
সাম্প্রতিককালে চর্চায় এসেছে অন্ধ্রপ্রদেশের পরপর মুরগি মারা যাওয়ার ঘটনা। তারপরেই সামনে আসে বার্ড ফ্লু বিষয়টি। তেলেঙ্গানাতেও পরপর মুরগির মারা যাওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। যদিও সেক্ষেত্রে বিষয়টি বার্ড ফ্লু কি না তা এখনও স্পষ্ট করেনি।
ইতিমধ্যে বার্ড ফ্লু আতঙ্কে অন্ধ্রপ্রদেশে পোল্ট্রির মুরগির দামে পতন হয়েছে লক্ষণীয়ভাবে। ২৫০টাকা কেজি মুরগির মাংস এখন ১৫০টাকা কেজি। তেলেঙ্গানায় বার্ড ফ্লুর বিষয়টি নিশ্চিত না হলেও, আতঙ্কেই দামের পতন ঘটেছে গত কয়েকদিনে।
অন্ধ্রের দুটি স্থানে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা শনাক্ত হওয়ার পর পশ্চিম গোদাবরী জেলার ভেলপুরু এবং পূর্ব গোদাবরী জেলার কানুরু অগ্রহারাম অন্ধ্রপ্রদেশের পশুপালন কর্মকর্তারা দুটি পোলট্রি ফার্মে মুরগি মারা শুরু করেছেন। কয়েকটি গ্রামের চারপাশে এক কিলোমিটার ব্যাসার্ধে কোয়ারেন্টাইন ব্যবস্থা করা হয়েছে।
যেখানে মুরগির মধ্যে এই ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে, সেখানে প্রায় সাড়ে চার হাজার মুরগি মারা হয়েছে এখনও পর্যন্ত বলে খবর স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং ভাইরাসের বিস্তার রোধে ব্যবস্থা গ্রহণের জন্য এটি ৭২১টি দল গঠন করা হয়েছে ইতিমধ্যে।
