আজকাল ওয়েবডেস্ক: একের পর এক চমক শ্রীভূমি স্পোর্টিংয়ের। গত বৃহস্পতিবার ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উদ্বোধনের পরে মহালয়াতেও বড়সড় চমকের অপেক্ষা ছিল। সেই অপেক্ষার অবসান ঘটল শনিবার সন্ধেয়। দেবীপক্ষে শ্রীভূমি স্পোর্টিংয়ে হাজির হয়ে চোখ ধাঁধিয়ে দিলেন অভিনেত্রী বিদ্যা বালান। পরনে মেরুন রঙের শাড়ি। খোঁপায় জুঁই ফুলের মালা। এমন জমকালো সাজে বিদ্যার থেকে চোখ ফেরানো দায়। মঞ্চে তাঁকে বরণ করে নেন দমকল মন্ত্রী সুজিত বসু। তাঁর উপস্থিতিতে উচ্ছ্বসিত ক্লাবের সদস্য থেকে অভিনেত্রীর অনুরাগীরা। বিদ্যার উপস্থিতির কারণে মহালয়াতেই শ্রীভূমিতে উপচে পড়ে দর্শকদের ভিড়। উল্লেখ্য, মহালয়ার সকালে কালীঘাটে পুজো দেন বিদ্যা। জানা গিয়েছে, বিশেষ কাজের কারণেই কলকাতায় এসেছেন তিনি। এর ফাঁকেই কলকাতার দুর্গাপুজোর আনন্দে সামিল হয়েছেন।
