আজকাল ওয়েবডেস্ক: একজন কোচ একটি ক্লাবকেই কোচিং করাতে পারেন। কিন্তু ব্রাজিলের প্রাক্তন ফুটবলার মার্সেলিনহো একসঙ্গে দুটি ক্লাবের কোচিংয়ের দায়িত্ব নিয়েছেন।
এতটা পড়ে অনেকেই বিস্মিত হতে পারেন। শুনে অবাক লাগলেও এটাই ঘটেছে। ২৪ ঘণ্টার মধ্যে ব্রাজিলের দ্বিতীয় ডিভিশনের দু'টি দল আমেরিকানো-আরজে ও নাসিওল দে পাতোসের কোচ হয়েছেন মার্সেলিনহো।
ব্রাজিলের ফুটবলে মার্সেলিনহোকে নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। অনেকেই মনে করেন কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু যেটুকু শোনা যাচ্ছে তা হল, দুটি ক্লাবের সঙ্গেই মার্সেলিনহোর চুক্তি বৈধ।
অবনমন এড়ানোর জন্য লড়ছে নাসিওল দে পাতোস। সেই ক্লাবের সঙ্গে মার্সেলিনহোর চুক্তি ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। তিনটি ম্যাচে কোচের দায়িত্ব তিনি পালন করবেন।
আমেরিকানো-আরজের এখন ম্যাচ নেই। মার্চের মাঝামাঝি সময়ে প্রি সিজন শুরু করবে সেই ক্লাব।
ফুটবলার জীবনে অসংখ্য ক্লাবের হয়ে খেলেছেন মার্সেলিনহো। জাতীয় দলের জার্সিতে খেলেন পাঁচটি ম্যাচ। ২০২১ সালে কোচিং জীবন শুরু হয় তাঁর। মার্সেলিনহোর সামনে এবার নতুন চ্যালেঞ্জ।
