আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি‌ থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা। তারকা পেসারকে দেশে রেখেই  চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে ভারত। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাকে না পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টিভ হার্মিসন মনে করেন, বুমরা ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির অর্থই হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়া বিশ্বকাপ। 

বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে পিঠের ব্যথায় কাবু বুম বুম বুমরাকে আর বল করতে দেখা যায়নি। দেশে ফেরার পরে বুমরাকে ক্রিকেট মাঠে আর দেখা যায়নি। প্রাথমিক ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়েছিল বুমরাকে। কিন্তু মঙ্গলবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় বুমরাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে রোহিত শর্মার দল। 

হার্মিসন বলেন, ''বুমরার বিকল্প হয় না। আমি হলে ফাইনালের সকাল পর্যন্ত বুমরার জন্য অপেক্ষা করতাম। বুমরা বিশ্বের সেরা বোলার। এটাই আমার বক্তব্য।'' 

এখানেই শেষ নয়। হার্মিসন আরও বলেন, ''বুমরার না থাকা রোনাল্ডোকে ছাড়া বিশ্বকাপে খেলতে যাওয়ার মতোই ব্যাপার। ১৫ বছর আগে রোনাল্ডোর বিকল্প কেউ ছিল না। এই বুমরারও বিকল্প হয় না।'' 


 বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল ঘোষণার শেষ দিন। কিন্তু তার আগে ফিট হতে পারেননি  বুমরা‌। তাঁর জায়গায় ১৫ জনের দলে সুযোগ পেলেন হর্ষিত রানা। দলে আরও একটি চমক রয়েছে। বাদ দেওয়া হল যশস্বী জয়েসওয়ালকে। তাঁর জায়গায় নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে।  ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করতে চলেছে ভারত।